Zubeen Garg: সুপার ডুপার হিট ‘পিয়া রে’ গেয়েও কোথায় হারিয়ে গেলেন জুবিন

Zubeen Garg disappeared after singing super duper hits in Bollywood: ভারতীয় সঙ্গীতের জগতের একজন উজ্জ্বল ব্যাক্তিত্ব বলেন জুবিন গর্গ (Zubeen Garg)। বলিউড থেকে টলিউড, উভয় ইন্ড্রাস্ট্রিতেই তার অবাধ বিচরণ। একসময় নিজের কণ্ঠের জাদুতে তিনি সঙ্গীত প্রেমী মানুষদের মন জয় করে নিয়েছিলেন। বলিউড কিম্বা টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক হিট গান রয়েছে তার ঝুলিতে। কিন্তু আশ্চর্যজনিক বিষয় হলো একাধিক হিট গান গেয়ে সারা দেশের মানুষের মন জয় করে নিলেও হঠাৎ যেন টলি ও বলি এই দুই ইন্ড্রাস্ট্রি থেকেই হারিয়ে গেলেন জুবিন।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের যথেষ্ট কৌতূহল থাকে। জানা যায় মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন জুবিন (Zubeen Garg)। মাত্র তিন বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। নিজের মায়ের কাছেই প্রথম গানের তালিম নিতে শুরু করেন। সঙ্গীত জগতে পেশাগত ভাবে নিজের যাত্রা শুরু করেন ১৯৯২ সালে। এর পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

ছেলেবেলা থেকেই তৈরি তার আকর্ষণ ছিল প্রবল। জানা যায় মাত্র ১৩ বছর বয়সে প্রথম গান তৈরি করেন জুবিন। তার পর নানা ভাষার ছবিতে গান গেয়েছেন তিনি। ধীরে ধীরে গান দিয়ে নিজের কেরিয়ারের শীর্ষে উঠেছেন তিনি। বহু হিট ছবিতে শোনা গেছে তার কন্ঠ। তার হিট গান গুলিতে এক সময় কণ্ঠ দিয়েছেন অভিনেতা ইমরান হাশমি, দেব প্রমুখের মতো বিখ্যাত টলিউড এবং বলিউড তরকা।

আরও পড়ুন 👉 Rahul Roy: প্রথম ছবি আশিকী সুপার ডুপার হিট! তারপরেও কেন হারিয়ে গেলেন রাহুল

বলিউডে ‘ডোলি সাজা কে রাখনা’, ‘দিল সে’, ‘জাল: দ্য ট্র্যাপ’ এর মতো বিখ্যাত বড় বাজেটের ছবিতে কণ্ঠ দিয়েছেন গায়ক জুবিন (Zubeen Garg)। বাংলা ইন্দ্রস্ট্রিকেও নিরাশ করেননি তিনি। তার সুরের ছোঁয়ায় তাই মুগ্ধ হয়েছে টলিউড ও। বাংলাতে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’ ইত্যাদি বিখ্যাত ছবিতে মূল চরিত্রের কণ্ঠে শোনা যায় তার গাওয়া গান।

তবে বর্তমানে এই দুই ইন্দ্রস্ট্রি তেই আর শোনা যায় না জুবিনের কণ্ঠ। বিজয় বেশ কয়েক বছর তিনি বলিউড ও টলিউডে কোনো কাজ করেননি। তবে গানের জগৎ থেকে একেবারে হারিয়ে যাননি তিনি। বর্তমানে অসমিয়া ছবিতে গান করছেন জুবিন (Zubeen Garg)। শুধু তাই নয়, বর্তমানে একাধিক অ্যালবামও প্রকাশ করেন তিনি।