LIC vs Post Office: LIC না Post Office! টাকা জমানোর ভালো জায়গা কোনটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Where is it more profitable to deposit money in LIC or Post Office: করোনাকালীন সময় থেকে মানুষ বুঝে গিয়েছে জমানো টাকার গুরুত্ব কত? ফলে বর্তমানে কম-বেশি প্রত্যেক কর্মরত ব্যক্তিরা আয় করা অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় খাতে জমা রাখেন। তবে এক্ষেত্রে কোন খাতে বিনিয়োগ করলে নিরাপদ এবং মোটা টাকা রিটার্ন করে তা নিয়ে অনেকেই চিন্তিত। কেউ ভাবে এক্ষেত্রে LIC সঠিক, তো কারোর মনে হয় পোস্ট অফিস। আজকের এই প্রতিবেদনে সেই দন্দ্বেরই সমাধান করা হয়েছে। তাই যারা বিনিয়োগের চিন্তা-ভাবনা করছেন জেনে নিন LIC নাকি পোস্ট অফিস (LIC vs Post Office) কোন খাতে অর্থ বিনিয়োগ করলে মোটা টাকা পাওয়া যায়।

Advertisements

প্রসঙ্গত, দেশে অর্থ বিনিয়োগ করে মোটা টাকার রিটার্ন পাওয়ার অনেক ধরনেরই সংস্থা রয়েছে। তবে সব সংস্থা নিরাপত্তা প্রদান করতে পারে না। এক্ষেত্রে এলআইসি এবং পোস্ট অফিসের জুড়ি মেলা ভার। এই দুই সংস্থা (LIC vs Post Office) যেমন নিরাপত্তা প্রদান করে তেমনি অর্থ বিনিয়োগে বিনিয়োগকারীদের দারুন সুবিধা দেয়। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই দুই সংস্থার মধ্যে কোনটি ভালো? আজকের এই প্রবন্ধে তারই উত্তর আলোচনা করা হয়েছে।

Advertisements
LIC এর সুবিধা-অসুবিধা

এলআইসির সুবিধাগুলি হল এতে বিভিন্ন ধরনের বীমা স্কিম রয়েছে। পাশাপাশি স্কিমগুলিতে অর্থ প্রদান করলে সুরক্ষা পাওয়া যায়। পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই বীমাতে। ৯ বছর, ১২ বছর, ১৫ বছর মেয়াদে বিনিয়োগ করা যায়। আপৎকালীন সময়ে ঋণ পাওয়ারও সুবিধা রয়েছে এলআইসিতে। অপরদিকে এলআইসি বীমা চলাকালীন পলিসি গ্রাহক যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে মনোনীত ব্যক্তি আরো বেশি পরিমাণ টাকা রিটার্ন পায়। তবে এক্ষেত্রে মেয়াদ পরিকল্পনা দীর্ঘ হতে হয়। কিন্তু ৩ বছর বা ৫ বছর সময়ে পলিসি করার অপশন খুব একটা থাকে না। ফলেই কম সময়ে বিনিয়োগ করার জন্য এলআইসি সুবিধা পাওয়া মুশকিলের।

Advertisements

আরও পড়ুন ? Post Office Schemes: ৫ বছরে মিলবে মোট ৫ লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বুঝে ওঠার আগেই বাড়বে টাকা

Post Office এর সুবিধা-অসুবিধা

পোস্ট অফিসে বিনিয়োগ করার অপশন রয়েছে প্রচুর। যেখানে পাওয়া যায় প্রায় ৮% পর্যন্ত সুদ। যেমন TDS, MIS, KVP, NSC, SCSS, PPF, SSY ও SB অ্যাকাউন্টে অর্থ জমা রাখলে প্রচুর লাভবান হওয়া যায়। মেয়াদ শেষে সুদ সমেত মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। কেউ চাইলে পোস্ট অফিসের স্কিমে কম সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন। এখানে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করলে ভালো পরিমান সুদ পাওয়া যায়। তবে ঋণ নেওয়ার অপশন খুব একটা মেলে না।

উপরে পোস্ট অফিস এবং এলআইসি সুবিধা-অসুবিধা উভয়ই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ফলে এক্ষেত্রে বিনিয়োগকারী বা গ্রাহক কোন উদ্দেশ্য পূরণ করবে তার উপর বিনিয়োগ অপশন নির্ভর করছে। তাই বিনিয়োগকারীকে তার উদ্দেশ্য মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে এলআইসি নাকি পোস্ট অফিস (LIC vs Post Office) কোন অপশনটি ভালো।

Advertisements