Largest Gold Mine: কোন দেশে আছে সব থেকে বড় সোনার খনি; মোট সোনার পরিমাণ অবাক করার মতো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Largest Gold Mine: সকলেই জানে যে সোনা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পদ। সোনা যত বেশি থাকবে তার শক্তি ততই বেশি হবে এটি স্বাভাবিক। কোনও দেশের অর্থনীতির ক্ষেত্রেই সোনার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে সোনা বেশি থাকবে সেই দেশ তত বেশি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে। নিঃসন্দেহে সোনা একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবে পৃথিবীর সব দেশে কিন্তু এই সোনার খনি নেই। বিশেষ কয়েকটি দেশেই রয়েছে এই সোনার খনি। যেকোনো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে সেই দেশের সোনা। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

Advertisements

সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ সোনার খনির কারণে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই চাঙ্গা। নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীনে আবিস্কৃত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি (Largest Gold Mine)। অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অনুমান করা হচ্ছে চীনের এই খনিতে ১০০০ মেট্রিক টন উন্নত সোনার আকরিক রয়েছে। এই সোনার খনি হলো পৃথিবীর সবথেকে বড় সোনার খনিগুলোর মধ্যে একটি।

Advertisements

আরো পড়ুন: মনের কথা জানাতে গিয়ে বড় কোন বিপদে পড়ছেন না তো! জেনে নিন এই ডিজিটাল চিঠির রহস্য

চাঞ্চল্যকর এই খবরটি প্রকাশিত হয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যমে। একটি সরকারি প্রতিবেদনের মাধ্যমে জানা যাচ্ছে যে, চীনের এই সবথেকে বড় সোনার খনিতে (Largest Gold Mine) ৮৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটিরও বেশি টাকার সোনা সঞ্চিত রয়েছে। পৃথিবীতে যে কটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য হলো এই সোনার খনিটি।

Advertisements

আরো পড়ুন: সাধারণ জীবনযাত্রা থাকলেও রতন টাটার বিলাসবহুল ঘড়ির মূল্য অবাক করার মত

এই সোনার খনির আগে ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন, যেখানে প্রায় ৯০০ মেট্রিক টন সোনা সঞ্চিত রয়েছে। এখন সেই সোনার খনিকে ছাপিয়ে গেছে চীনে আবিষ্কৃত হওয়া এই নতুন সোনার খনিটি। এত পরিমাণ সোনা থাকার জন্য অর্থনৈতিক পরিস্থিতিতে এক দারুন প্রভাব পড়তে চলেছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চীনের অর্থনীতি স্বাভাবিকভাবেই অনেক বেশি শক্তিশালী হবে।

এখন সবথেকে বড় প্রশ্ন হল এই সোনার খনিটি (Largest Gold Mine) কোথায় অবস্থিত? পৃথিবীর সবথেকে বড় সোনার খনিতে অবস্থিত হলো চীনের পিংজিয়াংয়ে। চীনে রয়েছে প্রচুর সোনার খনি, আর এই সোনার খনি থেকে মোটা অর্থ উপার্জন করে এই দেশ। এই খনি আবিস্কারের আগে পর্যন্ত এই দেশে ২০০০ টনের বেশি সোনা সঞ্চিত ছিল। নতুন খনি আবিষ্কার চীনকে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করবে। বদলে দেবে চীনের ভবিষ্যৎ।

Advertisements