ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা! কারা রাখল এই নাম, এর অর্থ কি!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি সিস্টেম তৈরি হবে এমন আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হয়েছে তা ধীরে ধীরে নিম্নচাপ, নিম্নচাপ থেকে শক্তিশালী নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া এবং তারপর তা কোন দিকে ধেয়ে যাবে তার ওপর নজরদারি চালানো হচ্ছে। এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং কোথায় আছড়ে পড়বে তা দিন কয়েকের মধ্যেই টের পাওয়া যাবে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে মোখা।

পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম মোখা রাখা হয়েছে ইয়েমেনের তরফ থেকে। যদিও উচ্চারণের ক্ষেত্রে কেউ এটিকে মোচা, কেউ মোকা, আবার কেউ মোখা বলছেন। বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণের ক্ষেত্রে ১৩ টি দেশের সুপারিশ প্রয়োজন হয়। এমন সিদ্ধান্ত ২০০০ সালে নেওয়া হয়েছে এবং তখন থেকেই এইভাবে নামকরণ করা হয়ে আসছে।

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকারের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে আশঙ্কায় ভুগতে থাকা পড়শী দেশ বাংলাদেশের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবিলায়।

ইয়েমেনের তরফ থেকে আসন্ন ঘূর্ণিঝড়ের যে নাম রাখা হয়েছে তার তার অর্থ কি তা নিয়েও কৌতূহলের শেষ নেই। ইয়েমেনের একটি বন্দর শহরের নাম হল মোকা। এটি ছিল ইয়েমেনের রাজধানীর প্রধান বন্দর শহর। এখানে কফি, মোখা ইত্যাদি চাষ করা হতো। এখানকার কফি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কফি বিলাসীদের কাছে এই মোখা নামটি বেশ জনপ্রিয়। তবে এর কোন আক্ষরিক অর্থ নেই বলেই জানা যাচ্ছে।