Which is more profitable term deposit or NSC in post office: বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে দু ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়। একদল যারা তাড়াতাড়ি ফল লাভের আশায় মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেট জাতীয় ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করতে ভালোবাসেন। আরেকদল যারা সুনিশ্চিত রিটার্নের খোঁজ করেন। এই ব্যক্তিদের পছন্দের তালিকায় প্রথমে থাকে ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্স ডিপোজিট অথবা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এর মতন স্কিম গুলো। এফডি বা এনএসসি (Term Deposit vs NSC) দুটি স্কিমই সুরক্ষিত ও বেশ লাভজনক। কিন্তু দুটো স্কিমের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
ফিক্সট ডিপোজিট বা টার্ম ডিপোজিট এর ক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিস যে কোন জায়গায় বিনিয়োগ করার সুবিধা রয়েছে। কিন্তু এনএসসিতে বিনিয়োগ করতে চাইলে ব্যাংকে তা সম্ভব নয়, তার জন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। এফডির ক্ষেত্রে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর অব্দি মেয়াদের জন্য বিনিয়োগ করা যায়, সেখানে এনএসসিতে মাত্র ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। ফলে এফডি ও এনেসসির (Term Deposit vs NSC) মধ্যে সুদের হারের মধ্যেও তারতম লক্ষ্য করা যায়।
পোস্ট অফিসে এনএসসিতে সুদের হার বর্তমানে ৭.৭ শতাংশ। এই স্কিমে আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী কর প্রদানের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যায়। তবে, আমানতকারীকে পুরনো করের নিয়ম মেনে কর প্রদান করতে হবে। অন্যদিকে ফিক্স ডিপোজিট বা টার্ম ডিপোজিট এর ক্ষেত্রে ১ বছরের জন্য লগ্নি করলে সুদের হার ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য লগ্নি করলে তা বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, ৩ বছরের জন্য লগ্নি করলে হবে ৭.১ শতাংশ এবং ৫ বছরের জন্য লগ্নি করলে সুদের হার হবে ৭.৫ শতাংশ যা এনএসসির থেকে তুলনামূলক কম। শুধুমাত্র ৫ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রেই কর ছাড়ের সুযোগ পেতে পারেন আমানতকারী।
আরও পড়ুন ? Post Office FD and RD: FD না RD, পোস্ট অফিসে কোন অ্যাকাউন্টে টাকা রাখলে বেশি প্রফিট
কোন গ্রাহক যদি ১ বছরের জন্য পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে লগ্নি করেন তাহলে ১ বছর পর তিনি ফেরত পাবেন ১.০৭ লাখ টাকা, ২ বছরের জন্য লগ্নি করলে পাবেন ১.১৪ লাখ টাকা, ৩ বছরের জন্য লগ্নি করলে পাবেন ১.২৩ লাখ টাকা এবং ৫ বছরের জন্য লগ্নি করলে তা দাঁড়াবে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি। কিন্তু, এনএসসির হিসাব একদম আলাদা। কোন ব্যক্তি যদি এনএসসিতে ৫ বছরের জন্য এক লাখ টাকা বিনিয়োগ করেন তবে সুদ হিসেবে তিনি পাবেন ৪৪,৯০৩ টাকা। অর্থাৎ, সুদ আসল মিলে ৫ বছর পরে আমানতকারী ১ লাখ ৪৪ হাজার ৯০৩ টাকা ফেরত পাবেন।
টার্ম ডিপোজিট ও এনএসসিতে (Term Deposit vs NSC) আমানতকারীর বয়সের ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। টার্ম ডিপোজিটের ক্ষেত্রে স্বামী, স্ত্রী বা সন্তানের সঙ্গে জয়েন্ট একাউন্ট খোলা যেতে পারে তবে, সে ক্ষেত্রে সন্তানের বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। অন্যদিকে ১০ বছরের ঊর্ধ্বে যেকোন মানুষের নামে এনএসসি কেনা যায়। এর কোন ঊর্ধ্ব সীমা নেই।