Which is the most peaceful country in the world: আমাদের অনেকেরই ভাবনা পৃথিবীর কোথাও শান্তি নেই। কোথাও রাজনৈতিক অশান্তি, কোথাও সম্পত্তি বা অন্য কোনো বিষয় নিয়ে লড়াই। কিন্তু এই ভাবনা ভুল প্রমাণ করলো GPI। সম্প্রতি প্রকাশ করল বিশ্বের নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশের তালিকা (World Peaceful Country)। GPI মতে, সারা বিশ্বজুড়ে এমন কিছু দেশ রয়েছে যেখানে সর্বক্ষণ শান্তি বিরাজ করে। যেখানে বাসিন্দারা নিরাপদে থাকতে পারে। মানুষ ঘুরতে গেলে নিরাপদে ভ্রমণ করতে পারে। ভারত কি সেই স্থান অধিকার করতে পেরেছে? নাকি অন্য দেশ? চলুন দেখে নেওয়া যাক।
খবর রয়েছে, ২০২৩ সালে ১৬৩টি দেষ খতিয়ে দেখেছে GPI। ১৬৩টি দেশজুড়ে মোট বাসিন্দা রয়েছে ৯৯.৭%। সেইসব বাসিন্দাদের উপর নরহত্যা, রাজনৈতিক পরিস্থিতি, সামরিক খাতে ব্যয়, হিংসাত্মক অপরাধ এবং আভ্যন্তরীণ সংঘর্ষের উপর খতিয়ে দেখেছে গ্লোবাল পিস ইনডেক্স। যার মধ্যে নজরে এসেছে ১৯টি দেশ। যে দেশগুলি বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ (World Peaceful Country) হিসেবে আখ্যায়িত হয়েছে।
গত ২৮শে জুন ২০২৩ সালে প্রকাশিত হয়েছে স্বাধীন রাষ্ট্র এবং অঞ্চলের র্যাঙ্কিং। সেখানেই প্রকাশ্যে এসেছে শান্তিপূর্ণ এবং অশান্তিপূর্ণ দেশের তালিকা। সেদিক থেকে এগিয়ে রয়েছে ইউরোপ। ১৯টি দেশের মধ্যে ১৫টি দেশ রয়েছে ইউরোপের অন্তর্গত। তবে এদিকে এশিয়া একটু পিছিয়ে পড়েছে। আসুন সেই তালিকা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? 5 Amazing Travel Spots: এক ঢিলে পাঁচ পাখি! এই জায়গা ঘুরতে গেলেই দেখা মিলবে ৫ স্বর্গীয় জায়গা
গ্লোবাল পিস ইনডেক্সের তালিকা অনুযায়ী ইউরোপের অন্তর্গত ১৫টি দেশ হলো সুইজারল্যান্ড, পর্তুগাল, জার্মানি, জাপান, স্লোভেনিয়া, আইসল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিক। অপরদিকে যে দেশগুলি ইউরোপের বাইরে তা হলো কানাডা, নিউজিল্যান্ড, কাতার এবং সিঙ্গাপুর। এই তালিকা অনুযায়ী শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসেবে এশিয়া থেকে তকমা পেয়েছে সিঙ্গাপুর। অপরদিকে ভারত রয়েছে ২০২৩-এর তালিকা অনুযায়ী ১২৬ তম স্থানে। তবে ২০২৪-এ আগের থেকে ভারত অনেকটাই উন্নত হয়েছে। প্রায় ৩.৫ শতাংশ শান্তি এবং নিরাপদ বৃদ্ধি পেয়েছে।
তবে যদি শহরের কথা বলি এক্ষেত্রে বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে আবু ধাবি শহর। এছাড়াও এই তালিকায় রয়েছে দোহা, তাইওয়ান এবং দুবাইয়ের নাম। শান্তিপূর্ণ দেশের তালিকায় (World Peaceful Country) সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনাম। এখানে মহিলা পর্যটকরা নিরাপদে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারেন। তবে ভারতও গত এক বছরের তুলনায় ২০২৪ সালে অনেকটাই হিংসা, অপরাধমূলক কাজ, সম্পর্কের বন্ধন সর্বদিক থেকেই উন্নতি করেছে। তবে অপরদিকে দেশের অশান্ত দেশ হল পাকিস্তান, ইউক্রেন, রাশিয়া, ইজরায়েল, তুর্কি, ইরান এবং আফগানিস্তান।