5 Amazing Travel Spots: এক ঢিলে পাঁচ পাখি! এই জায়গা ঘুরতে গেলেই দেখা মিলবে ৫ স্বর্গীয় জায়গা

5 Amazing Travel Spots where you should visit at least once in your life: গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান? তাও আবার ভারতের বাইরে? কোনো দরকার নেই। দেশের মধ্যেই রয়েছে এক দারুন মনোরম পরিবেশ। যা বিদেশের ভ্রমণ স্থানগুলিকে হার মানাবে। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ সমস্ত জায়গা থেকে উর্ধ্বে। শুধু তাই না, এই জায়গায় ঘুরতে এলে উপভোগ করতে পারবেন ৫ স্বর্গীয় জায়গা (5 Amazing Travel Spots)। পে জায়গার কথা এতক্ষণ বলা হলো সেই জায়গাটি হল কর্ণাটক রাজ্যের কুর্গ। যাকে ভারতের স্কটল্যান্ড বলে আখ্যায়িত করা হয়। বিশেষ করে চা এবং কফি উৎপাদনের জন্য বিখ্যাত এই জায়গা। পাশাপাশি এখানকার প্রাকৃতিক পরিবেশ যে কোনো মানুষকে ঘায়েল করতে বাধ্য। তাই আজকের এই প্রবন্ধে জেনে নিন এই কুর্গ শহরের ৫ স্বর্গীয় জায়গা সম্পর্কে। যা গরমের ছুটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

ওমকারেশ্বর মন্দির

কর্নাটকের কুর্গ শহরের পাঁচটি বিশেষ জায়গার (5 Amazing Travel Spots) অন্যতম হলো ওমকারেশ্বর মন্দির। যা কুর্গ এবং মাদিকেরি হিল স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মন্দিরের আদি দেবতা হলেন ভোলেনাথ। তবে জানলে অবাক হবেন এই মন্দিরে মুসলিম স্থাপত্যশৈলীর ছোঁয়া রয়েছে। মসজিদের আকারে তৈরি হয়েছে এই মন্দির। পাশে একটি বড় জল ট্যাঙ্ক রয়েছে। যেখানে বিভিন্ন মাছেদের খেলাধুলা প্রদর্শিত হয়। রাজা লিঙ্গ রাজেন্দ্র সময়ে ১৮২০ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই ওমকারেশ্বর মন্দির। যা আপনার নজর কাড়তে বাধ্য।

পুষ্পগিরি অভয়ারণ্য

কুর্গের আরো একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান হল পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। যেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের কারিগরি পরিলক্ষিত হয়। কর্নাটকের কুর্গ ঘুরতে এলে অনেকেই এই জায়গায় ঘুরতে আসেন। তবে কোনো টিকিট লাগেনা। বিনা খরচে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যটকরা এখানে ঘুরতে আসতে পারেন। এখানে বহু বিরল প্রজাতির পাখি রয়েছে যেমন-নীলগিরি ফ্লাইক্যাচার, গ্রে ব্রেস্টেড লাফিং থ্রাশ, গ্রে হর্নবিল। এছাড়াও বৃহদায়তন কাঠবিড়ালি, প্রাচীন বাসিন্দা হাতি, চিতল হরিণ, বাদামী পাম সিভেট সহ অন্যান্য প্রাণীরাও।

অ্যাবি জলপ্রপাত

দেশীয় স্কটল্যান্ডের অন্যতম নজরকাড়া একটি স্থান হল অ্যাবি জলপ্রপাত। যেখানকার সৌন্দর্য যেকোনো ব্যক্তিকে ঘায়েল করবে। বিশেষ করে শীতকালীন সময়ে এই জলপ্রপাতের সৌন্দর্য দেখার মতো। ৭০ ফিট উচ্চতায় অবস্থিত এই অ্যাবি জলপ্রপাত। ব্রিটিশ আমলে এই জলপ্রপাতের নাম ছিল জে.সি ফলস। তবে এই ভ্রমণ স্থান সর্বক্ষণ খোলা থাকে না। দর্শনার্থীদের জন্য এই জলপ্রপাত দেখার সময় হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। টিকিট মূল্য মাত্র ১৫ টাকা। যারা হানিমুনের প্ল্যান করছেন তাদের জন্য এটি একটি বিশেষ জায়গা।

আরও পড়ুন 👉 Purulia HomeStay: পুরুলিয়া ঘুরতে গিয়ে থাকার চিন্তার দিন শেষ! এবার হোমস্টে নিয়ে বড় পরিকল্পনা রাজ্য সরকারের

নামদ্রোলিং মঠ

কুর্গ শৈল শহরের আরো একটি বিখ্যাত জায়গা হল নামদ্রোলিং মনাস্ট্রি। এই শহর থেকে ৩৪ কিলোমিটার অতিক্রম করলেই এই মাঠে পৌঁছানো যায়। প্রায় ৫ হাজারেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসীদের বাস রয়েছে এই মনাস্ট্রিতে। তিব্বতের বৌদ্ধ ধর্মের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এই নামদ্রোলিং মঠ অন্যতম। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই মনাস্ট্রি। যার আরেক নাম হলো স্বর্ণ মন্দির। ছুটি কাটানোর জন্য এটি একটি অতি মনোরঞ্জন স্থান।

মন্ডলপট্টি ভিউ পয়েন্ট

যদি স্বর্গ দর্শন করতে চান বা স্বর্গ উপভোগ করতে চান তাহলে ঘুরে আসুন কুর্গ শৈল শহরের এই মন্ডলপট্টি ভিউ পয়েন্ট থেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন জীবন্ত মানুষকে স্বর্গে পৌঁছে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা ৪,০৫০ ফিট। মন্ডলপট্টির অর্থ হল মেঘের বাজার। ফলেই এখানকার পাহাড়ের চূড়া যেকোনো পর্যটকেরই মন কাড়তে বাধ্য। কেউ যদি পুষ্পগিরি অভয়ারণ্য যান তাহলে সেখান থেকে এই স্থানে ঘুরে আসা যায়। ওই অরণ্যেরই একটি অংশ হল এই ভিউ পয়েন্ট। তবে এখানে পৌঁছানোর দুটি পথ আছে একটি আর মাকান্ডুর। আরেকটি অ্যাবি জলপ্রপাত জংশন। তবে অ্যাবি জলপ্রপাতের রুট দিয়ে গেলে এই স্থানে (5 Amazing Travel Spots) পৌঁছানো সহজ হবে। অপর স্থান দিয়ে গেলেও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। পর্যটকদের জন্য এই স্থান খোলা থাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা। টিকিট মূল্য মাথাপিছু ২৫ টাকা।