Most Salaried State: কোন রাজ্যের কর্মীদের বেতন সবচেয়ে বেশি! কত নম্বরে বাংলা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Which is the Most Salaried State of India: আপনি কি নতুন কাজ খুঁজছেন? আচ্ছা আপনি কাজ খোঁজার সময় কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেন উল্লেখিত মাইনের উপর নাকি কাজের পরিবেশ বা নিয়ম-কানুনের উপর? সাধারণত নতুন কাজ খোঁজার সময় সেই কাজের নিয়ম পদ্ধতি ও পরিবেশ ইত্যাদি বিষয়ের উপর নজর রাখা হয়। কিন্তু সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তা হলো কাজের বিনিময়ে আপনি কত টাকা মাইনে পেতে পারেন সেটা। দেশের কোন রাজ্য প্রতি মাসে কর্মীদের জন্য গড়ে কত টাকা মূল বেতন হিসেবে খরচা করছে তার উপর একটা সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার ফল কি হয়েছে জানেন? আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব কোন রাজ্য সবথেকে বেশি বেতন (Most Salaried State) দিয়ে থাকে কর্মীদের।

Advertisements

কোনো সংস্থার কর্মী হিসাবে কাজ করে সেই কাজের বিনিময়ে যে অর্থ সেই সংস্থা আপনাকে দেয় সেটাকে বলে বেতন। আপনি যে টাকাটা বেতন হিসাবে হাতে পান তার সাথে অতিরিক্ত আর্থিক সুযোগ সুবিধা থাকলে সেগুলোকে ধরে মোট প্রাপ্ত বেতনকে বলে মূল বেতন। দেশের প্রতিটি রাজ্যের (Most Salaried State) বিভিন্ন সংস্থাগুলি তাদের কর্মীদের জন্য মাসিক মূল বেতন হিসেবে কত টাকা খরচা করছে তার একটি তালিকা তৈরি করা হয়েছে।

Advertisements

২০২২ শালে করা একটি সমীক্ষার (Most Salaried State) মাধ্যমে পাওয়া এই তালিকার শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। বেতন হিসাবে সবচেয়ে বেশি টাকা খরচ করে এই রাজ্য। উত্তরপ্রদেশের গড় বেতন ২০,৭৩০ থেকে ২১,০০০ টাকার মধ্যে।

Advertisements

আরও পড়ুন ? Antyodaya Shramik Suraksha Yojana: মিলবে ১০ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প চালু করতে চলেছে পোস্ট অফিস

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (Most Salaried State)। লোকে বলে বাংলায় নাকি চাকরি নেই। অথচ দেখুন সমীক্ষা কিন্তু অন্য কথা বলছে। বাংলা চাকুরীজীবীদের জন্য বেতন হিসেবে খরচ করে করে গড়ে ২০,২১০ টাকা। মহারাষ্ট্র রয়েছে তৃতীয় স্থানে এই রাজ্যের গড় বেতনের পরিমাণ পশ্চিমবঙ্গের চেয়ে সামান্য কম ২০,১১০ টাকা।

এর পরই রয়েছে বিহার (Most Salaried State)। সেখানকার বহু ছেলেমেয়ে চাকরির জন্য নিজেদের রাজ্য ছেড়ে অন্যান্য রাজ্য বা অন্যান্য দেশে চলে যায় বেশি বেতন পাবার আশায়। অথচ সেই রাজ্যটি তালিকার চতুর্থ স্থানে রয়েছে। বিহারের মাসিক গড় বেতনের পরিমাণ ১৯,৬৬০ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ। মাসিক গড় বেতনের পরিমাণ প্রায় ১৯,৭৪০ টাকা। সপ্তম স্থানে রয়েছে তামিলনাড়ু। গড় বেতনের পরিমাণ ১৯,৬০০ টাকা। অষ্টম স্থানে রয়েছে কর্ণাটক। গড় বেতনের পরিমাণ ১৯,১৫০ টাকা। নবম স্থানে আছে গুজরাট। সেখানে গড় বেতনের পরিমাণ ১৮,৮৮০ টাকা এবং দশম স্থানে রয়েছে উড়িষ্যা। এখানকার গড় বেতনের পরিমাণ ১৮,৭৯০ টাকা।

Advertisements