Longest Road in India: ভারতের সবচেয়ে লম্বা রাস্তা কোনটি! জেনে নিন অজানা মজাদার তথ্য

Antara Nag

Published on:

which one is the Longest Road in India: ভারতবর্ষের আনুমানিক জনসংখ্যা হলো প্রায় ১৪০ কোটি। এরকম একটা জনবহুল দেশের জন্য পরিবহণ ব্যবস্থা একটা বিশাল গুরত্বপূর্ণ বিষয়। ভারতীয় রেল যেমন একটি গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম হিসাবে কাজ করে, ঠিক তেমনি সড়ক পরিবহণও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু ভারতের সবচেয়ে লম্বা বা দীর্ঘ রাস্তা (Longest Road in India) কোনটি সেটা সম্পর্কে অনেকেই এখনো অবগত নন।

সারা ভারতবর্ষ জুড়ে আছে অগুনতি রাস্তা যা দেশের একটি প্রান্তকে অন্য প্রান্তের সাথে যুক্ত করেছে। এই পরিবহণ মাধ্যমের জন্যই গ্রাম, শহর বা মফঃস্বল একে ওপরের সাথে মিলিত হতে পেরেছে। তাই দেশের সড়ক পরিবহন ব্যবস্থা ভারতীয় অর্থনীতির একটি অন্যতম মাধ্যম হিসাবে বিবেচিত হয়। যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে সাধারণ রাস্তার সাথে সাথে দেশের নানা প্রান্তে তৈরি করা হয়েছে প্রায় ৫৯৯টি জাতীয় সড়ক। অনেকেরই এখনো ভারতীয় জাতীয় সড়ক সম্পর্কে অনেক তথ্যই জানা নেই।

ভারতবর্ষের ঠিক এমনই একটি জাতীয় সড়কের যাত্রাপথ জানলে আপনিও চমকে উঠবেন। জানেন কি এই সড়কটির যাত্রাপথের মধ্যে পড়বে পাহাড়-বরফ-সাগর-নদী-মরুভূমির রাজ্য। অবাক হচ্ছেন? কিন্তু এটা একেবারে সত্যি। এই জাতীয় সড়কটি আগে ন্যাশনাল হাইওয়ে ৭ নামে পরিচিত ছিল। কিন্তু এর বর্তমান নাম হয়েছে ন্যাশনাল হাইওয়ে ৪৪ (Longest Road in India)। এই সড়কটি যাত্রাপথ শুরু হয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে। এই রাস্তাটি সম্পূর্ণ কালো পিচ দিয়ে তৈরি, যার যাত্রাপথ শেষ হয়েছে দেশের মূল ভূখণ্ডের দক্ষিণপ্রান্তের অন্তিম বিন্দু কন্যাকুমারিতে। সড়কটি মোট ১১টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে।

আরও পড়ুন 👉 Blue Color Plastic Road: অন্ধকারে ফুটে উঠবে আলো, গরমে পুড়বে না পা, নতুন ধরনের নীল রাস্তা তৈরি হলো এই জেলায়

আপনি যদি এই জাতীয় সড়কটি (Longest Road in India) বরাবর শ্রীনগর থেকে আপনার যাত্রা শুরু করেন তাহলে আপনি যেকয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে যাবেন সেগুলি হলো যথাক্রমে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু। কতটা পথ অতিক্রম করবেন জানলে চমকে উঠবেন। এই ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ১১২ কিলোমিটার।

আপনার যাত্রাপথে যেসমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলি পড়বে সেগুলি হলো জম্মু, লুধিয়ানা, পাঠানকোট, পানিপথ, দিল্লি, আগ্রা, গোয়ালিয়র, নাগপুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কুর্নুল, সালেম, মাদুরাই ইত্যাদি। এই রাস্তাটি ভারতের উত্তর প্রান্তকে দক্ষিণ প্রান্তের সঙ্গে যুক্ত করেছে। তাই বলা যায় এই রাস্তাটি দিয়ে যাত্রা করলে আপনি ভারতবর্ষের অনেক ঐতিহাসিক জায়গার দর্শন করতে পারবেন। এরকম একটি বৈচিত্র্যপূর্ণ জাতীয় সড়কের (Longest Road in India) দৃষ্টান্ত প্রায় অমিল।