Lok Sabha TMC vs BJP: ভাবনার থেকেও বেশি! বাংলার ৪২ আসনে কটাতে এগিয়ে তৃণমূল, কটাতে বিজেপি!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের (Lok Sabha) প্রথম দফার ভোট গ্রহণ। ১৯ এপ্রিল দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রথম দফায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তবে পশ্চিমবঙ্গে মোট সাত দফায় ভোট গ্রহণ হওয়ার কারণে পুরো মরশুমেই ভোটের আমেজ বজায় থাকবে বাংলা জুড়ে।

Advertisements

এবারের লোকসভা নির্বাচনে কোন দল কতগুলি আসন পাবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন সমীক্ষা সংস্থা সমীক্ষা করে তাদের ফলাফল সামনে আনছে। ঠিক সেইরকমই এবিপি সি ভোটার একটি সমীক্ষা চালিয়ে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি (Lok Sabha TMC vs BJP), বা অন্যান্যরা কোথায় কোথায় এগিয়ে থাকতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছে।

Advertisements

এবিপি সি ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে সেই ফলাফল থেকে স্পষ্ট, এবারের লড়াইটা কিন্তু মোটেই সহজ হবে না কোন রাজনৈতিক দলের সামনেই। কেননা ১ থেকে ৩ শতাংশ সুইং ভোট যেকোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। রাজ্যের অনেক কেন্দ্র রয়েছে যেখানে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এবারের লোকসভায় বেশকিছু কেন্দ্রে যেভাবে লড়াই দেখা যাবে বলে আশা করা হচ্ছে তা ভাবনার থেকেও বেশি বলে মনে করছেন অনেকেই।

Advertisements

সমীক্ষা অনুযায়ী এবার রাজ্যের শাসক দল তৃণমূল যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ তাদের এগিয়ে রাখা হচ্ছে সেই সকল কেন্দ্রগুলি হল কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর, বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসাত, বীরভূম, জঙ্গিপুর, উলুবেরিয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর এবং ঘাটাল।

বিজেপি যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে অর্থাৎ সমীক্ষায় তাদের এগিয়ে রাখা হয়েছে সেই সকল কেন্দ্রগুলি হল, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাঁথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা উত্তর, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি এবং দার্জিলিং।

আরও পড়ুন ? Poorest Candidate of Lok Sabha: কারো সম্পত্তি ৩২০ টাকা, কারো আবার ৫০০ টাকা! এবারের লোকসভা ভোটে সবচেয়ে গরিব প্রার্থী ইনারাই

মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনা যতই থাকুক না কেন এই সমীক্ষায় কিন্তু ফের একবার এগিয়ে রাখা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে। আর তিনি যদি জয়লাভ করেন তাহলে এই কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হবে এবারের তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে। অন্যদিকে মালদা দক্ষিণে জয়লাভ করতে পারেন কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।

এবারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করতে পারে ২০টি আসনে। অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে ২০টি আসনে। কংগ্রেস এবার জয়লাভ করতে পারে ২টি আসনে। যদি এই সমীক্ষার ফলাফল বাস্তবের রূপ পায় তাহলে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলকে চরম বেগ পেতে হবে। কেননা গত লোকসভা নির্বাচনে তারা ২২ টি আসনে জয়লাভ করেছিল। এক্ষেত্রে তাদের দুটি আসন হারাতে হবে। আর বিজেপি জয়লাভ করেছিল ১৮টি আসনে, তাদের আসন সংখ্যা বাড়বে ২টি। আবার কংগ্রেস গত লোকসভা নির্বাচনের মতো দুটি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Advertisements