Japan of India: কোন রাজ্যকে ভারতের জাপান বলা হয়? কারণই বা কি?

Which state is called Japan of India: প্রাথমিক বিদ্যালয়ের “জানা অজানা” বইটির হাত ধরে সাধারণ জ্ঞানের সাথে যে পথ চলা শুরু হয়েছিল সেই সাধারণ জ্ঞানের বিপুল পরিধির অন্তর্গত সমস্ত তথ্য জানা না থাকলেও বেশ কিছু জিনিস জেনে রাখা প্রয়োজন। যেকোনো পরীক্ষা সেটা চাকরির হোক বা শ্রেণি ভিত্তিক সাধারণ জ্ঞান বাধ্যতামূলক একটি বিষয়। তবে শুধু তাই নয় জীবনে চলার পথে সাধারণ জ্ঞানের অনেক বিষয় কাজে লাগে। এই বিষয় থেকে যে শুধু জ্ঞান অর্জন হয় তাই নয়, সারা বিশ্বব্যাপি চর্চিত নানা বিষয় সম্পর্কে অনেক তথ্যও জানা যায়।

এই প্রতিবেদনের মাধ্যমে আমরা খুব পরিচিত একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছি। ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? কাকে বলা হয় ভারতের জাপান (Japan of India)? প্রশ্নটা চেনা হলেও উত্তরটা হয়তো অনেকেরই অজানা। তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক উক্ত অজানা তথ্যটিও।

প্রতিদিন সকালে সূর্যোদয় আমরা অনেকেই দেখি আর পৃথিবীর সর্বত্র যে একসাথে সূর্য দয় হয়না এটাও আমাদের সবারই জানা। এলাকাভিত্তিক সূর্যদয় হবার এই তারতম্যের কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। পৃথিবীর আহ্নিক গতির কথা আমরা বইতে পড়েছি। আজ অন্য একটি অজানা বিষয়ের মূলে পৌছোনো যাক। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব ভারতের কোন এলাকা প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে।

আরও পড়ুন 👉 History of oldest Gingko Biloba: সোনার মত চকচকে গাছের পাতা, শরীরেও ফলায় সোনা! এই গাছের স্বাস্থ্য গুণও নজরকাড়া

ভারতের প্রথম সূর্যোদয় হয় বা হতে দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের অ্যাঞ্জয় জেলার একটি ছোট্ট গ্রাম ডিং। ভারতবাসীর হয়ে প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে এই গ্রামটি। কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক সেই কারণটিও। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত অরুণাচল প্রদেশের অ্যাঞ্জন জেলার অন্তর্গত নদী পাহাড় বেষ্টিত সুন্দর ছবির মত সাজানো একটি ছোট গ্রামের নাম ডিং। ব্রহ্মপুত্রের দুটি উপনদ লোহিত ও সতীর সঙ্গমস্থল এই গ্রামের শোভা বৃদ্ধি করেছে।

এই গ্রামে সূর্য ওঠে দেশের অন্যান্য জায়গা থেকে এক ঘন্টা আগে। আর তারপর ধীরে ধীরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। সূর্যদয় যেমন তাড়াতাড়ি হয় তেমনি সূর্যাস্ত হয় তাড়াতাড়ি। শীতকালেও এখানে সূর্যোদয় হয় ভোর ৫.৫৪ নাগাদ আর সূর্যাস্ত হয় বিকেল চারটেতে। পর্যটকদের কাছে এই গ্রামটি খুবই জনপ্রিয় কারণ দেশের প্রথম সূর্যদয় এখানেই দেখা যায় আর তাই এই গ্রামটিকে পর্যটকরা ভারতের জাপান (Japan of India) বলে চিহ্নত করে থাকেন। সূর্য ওঠা দেখার জন্য পর্যটকদের ৮ কিলোমিটার ট্রেক করে যেতে হয়।