Chief Ministers: নতুন বছর নতুন জিনিস অপেক্ষা করে থাকে সাধারণ মানুষের জন্য। একেবারে নতুন স্বপ্ন এবং নতুন আশা ভরসা নিয়ে শুরু হয় নতুন বছর। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) যে রিপোর্ট বছরের শেষে পেশ করেছে তা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ হবার উপক্রম। কি এমন তথ্য সামনে আসলো রিপোর্টে? দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম এই রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা।
তালিকা অনুসারে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী (Chief Ministers) কে জানেন? তালিকায় দেশের সবথেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী মমতার কাছে রয়েছে মোট ১৫ লক্ষ টাকার সম্পত্তি। তালিকার একেবারে নিচে স্থান হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
তবে দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় (Chief Ministers) কারা রয়েছেন জানেন কি তা? নাম শুনলে অবাক না হয়ে পারবেন না। শীর্ষস্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছেন, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তার মোট সম্পদের পরিমাণ হলো ৩৩২ কোটি টাকারও বেশি। কর্নাটকের মুখ্যমন্ত্রী, যার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি। সিদ্দারামাইয়া ভারতের তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী। রিপোর্ট অনুসারে, মুখ্যমন্ত্রী খান্ডুর ১৮০ কোটি কোটি টাকার দায়ভার রয়েছে। সিদ্দারামাইয়ার দায়ভারের পরিমাণ ২৩ কোটি টাকা এবং চন্দ্রবাবু নাইডুর ১০ কোটি টাকারও বেশি দায় রয়েছে।
আরও পড়ুন:Duare Sarkar: মুখ্যমন্ত্রীর ঘোষণায় আবারো হবে দুর্গম এলাকায় দুয়ারে সরকার, জেনে নিন তারিখ
দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপর তালিকায় নাম রয়েছে দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা। ওমর আব্দুল্লাহ সম্পর্কে আশা করি সকলেই জানেন। তার মোট সম্পত্তির পরিমাণ হলো প্রায় ৫৫ লক্ষ টাকা। ওমরের পরেই তালিকায় নাম রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হলো ১ কোটি ১৮ লক্ষ টাকা।
২০২৩-২০২৪ আর্থিক বর্ষে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস রাজ্য বিধানসভাগুলি থেকে প্রাপ্ততথ্যের ভিত্তিতে এই তালিকা (Chief Ministers) তৈরি করেছে। এই সংস্থাটি যে রিপোর্ট বার করেছে সেটা অনুযায়ী, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী প্রতি গড় সম্পদের পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। ভারতে বহু ধনী মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের নাম নিম্নে আলোচনা করা হলো। নাগাল্যান্ডের নেয়িফু রিও (৪৬ কোটি), মধ্যপ্রদেশের মোহন যাদব (৪২ কোটি), পুদুচেরির এন রঙ্গস্বামী (৩৮ কোটি), তেলঙ্গনার রেভন্থ রেড্ডি (৩০ কোটি), হেমন্ত সোরেন (২৫ কোটি), হিমন্ত বিশ্ব শর্মা (১৭ কোটি), কনরাড সাংমা (১৪ কোটি)। দেশের ২৯ জন মুখ্যমন্ত্রীই কোটিপতি।