নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের নাগরিকদের আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার কাজ চলছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনরকম জরিমানা ছাড়া এই কাজ চলবে এবং জরিমানা দিয়ে ৩১ ডিসেম্বর ও তারপরেও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া নিয়ে যখন দেশজুড়ে কর্মযজ্ঞ চলছে সেই সময় প্রতিটি মানুষের মধ্যেই আলাদা এক কৌতুহল তৈরি হচ্ছে। সেই কৌতুহল হলো, দেশের সবচেয়ে বেশি আয়কর জমা দেন কোন ব্যক্তি?
ভারতে অনেক ধনকুবের রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার। ভারতীয় ধনকুবেরদের তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), গৌতম আদানি (Gautam Adani), রতন টাটার (Ratan Tata) মত ব্যক্তিত্বরা। অধিকাংশ মানুষেরই ধারণা এই সকল ধনকুবেরাই সবচেয়ে বেশি আয়কর জমা দিয়ে থাকেন। কিন্তু জানলে অবাক হবেন, এই ধারণা সম্পূর্ণ ভুল।
গত আর্থিক বর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি আয়কর জমা দিয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি যে পরিমাণ অর্থ সরকারকে কর হিসাবে দিয়েছিলেন তাতে তার ধারে কাছে ব্যক্তিগত মালিকানায় অন্য কেউ নেই। এমনকি তার দেওয়া করের পরিমাণের কাছে রীতিমত ফেল করতে হয়েছে আম্বানি, আদানি, রতন টাটাকে। গত অর্থ বর্ষে অক্ষয় কুমার সরকারকে কর দিয়েছিলেন ২৯.৫ কোটি টাকা। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় তিনি দাবি করেছিলেন তার বার্ষিক আয় ৪৮৬ কোটি টাকা।
অন্যদিকে ২০২২-২৩ অর্থ বর্ষে এখনো পর্যন্ত কে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এবার নাকি অক্ষয় কুমারকে পিছনে ফেলে দিতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জানা যাচ্ছে, তিনি নাকি ৩৮ কোটি টাকার বিশাল আয়কর অগ্রিম হিসাবে জমা দিয়েছেন।
এখন প্রশ্ন জাগতে পারে, মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটার মতো ধনকুবেররা কেন আয়কর রিটার্ন জমা দেওয়ার অংকের পরিমাণে পিছিয়ে? তাদের তো বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে। আসলে তা নয়, এই সকল ধনকুবেরদের অধিকাংশ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা পরে কোম্পানির তরফ থেকে। সেক্ষেত্রে সবার উপরে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। FY22 এর তথ্য অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১৬২৯৭ কোটি টাকা ইনকাম ট্যাক্স জমা দিয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স জমা দেওয়ার পরিমাণ ১৩৩৮২ কোটি টাকা। টাটা গোষ্ঠীর টিসিএস ১৩২৩৮ কোটি টাকা ইনকাম ট্যাক্স জমা দিয়েছে।