নরেন্দ্র মোদির পর বিজেপির প্রধানমন্ত্রী কে, পছন্দের তালিকায় রয়েছে কার নাম

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দিল্লির সিংহাসনে প্রথমবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে বসেন ২০১৪ সালে। প্রধানমন্ত্রী হিসেবে সিংহাসনে বসার পরেই একাধিক ক্ষেত্রে তাকে লক্ষ্য করা যায় নানান বদল আনতে। যার পরে ২০১৯ সালেও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর সিংহাসনে বসেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠছে তার অনুপস্থিতিতে কে হতে পারেন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদির পরবর্তী বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষ সব থেকে বেশি কাকে দেখতে চাইছেন? পাশাপাশি নরেন্দ্র মোদির পরবর্তী সময়ে বিজেপি কার কাঁধে দিতে পারে এই গুরুদায়িত্ব? এইসকল নানান প্রশ্নের উত্তর মিলেছে ‘মুড অফ দ্য নেশনের (Mood Of The Nation)’ নামের সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সমীক্ষায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প

‘মুড অফ দ্য নেশন’-এর সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবথেকে বিশ্বস্ত সেনা অমিত শাহ পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে সবার আগে রয়েছেন। যখন বিজেপির প্রধানমন্ত্রী উত্তরাধিকার প্রশ্ন ওঠে তখন অমিত শাহের নামটিই সবথেকে বেশি গ্রহণযোগ্য।

অমিত শাহের এত গ্রহণযোগ্যতার কারণ কি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মেয়াদকালে অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকেই বিজেপির সম্প্রসারণের দায়িত্ব নিখুঁতভাবে সামলেছেন। নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেন। তবে তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি রাজনীতির চাণক্য এবং বিজেপির মূল পরামর্শদাতাও। অমিত শাহের মাস্টারমাইন্ড পরিকল্পনার জোরেই ২০১৯ লোকসভা ছাড়াও দেশের একাধিক বিধানসভায় জয় হাসিল করেছে বিজেপি। তালিকায় রয়েছে উত্তর প্রদেশ ও অসমের মত রাজ্য। এমনটাই সমীক্ষায় মতামত উঠে এসেছে।

অমিত শাহের দলীয় সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওঠার বিষয়টিও বেশ গুরুত্ব পেয়েছে এই সমীক্ষায়। স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসেই তিনি কড়া পদক্ষেপ হিসাবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেন। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করান। আর এই সকল বিষয়কে নিয়ে দেশজুড়ে জোর বিতর্ক চললেও তিনি তার সিদ্ধান্ত থেকে একচুল নড়েন নি।

‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা থেকে জানা গিয়েছে দেশের ৩০ শতাংশ মানুষ ইতিমধ্যেই নরেন্দ্র মোদির অনুপস্থিতিতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অমিত শাহকে বেছে নিয়েছেন। অন্যদিকে অমিত শাহের পরেই প্রধানমন্ত্রীর এই দৌঁড়ে নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দেশের ২১% মানুষ যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদির অনুপস্থিতিতে পছন্দের প্রধানমন্ত্রীর তালিকায় রেখেছেন।