Anant-Radhika Weeding: ‘রতনে রতন চেনে’, অনন্ত-রাধিকার বিয়েতে কাকে কাকে ডাকছেন আম্বানিরা, দেখে নিন তালিকা

Who will be present at Anant Ambani and Radhika Merchant’s wedding ceremony: খুব শীঘ্রই আম্বানি পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। ২০২৩ সালে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আগামী ১২ জুলাই মুম্বই তে অনুষ্ঠিত হতে চলেছে তাদের বিয়ের (Anant-Radhika Weeding) অনুষ্ঠান। রিলায়েন্স কর্তার ছেলের বিয়ের অনুষ্ঠান যে যথেষ্ট বিলাসবহুল এবং জাঁকজমকপূর্ণ হবে সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই জুলাই মাসে বিয়ে হলেও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার বিভিন্ন প্রস্তুতি।

গত শুক্রবার সম্পন্ন হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট (Anant-Radhika Weeding) এর বিয়ের ‘লগান লাখভানু’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হয়ে গেছে হবু দম্পতির প্রাক বিবাহ অনুষ্ঠান পর্ব। গুজরাটি প্রথা অনুসারে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আনুষ্ঠানিক বিবাহের আমন্ত্রণপত্র লেখা হয়। জামনগরে আম্বানিদের বিশাল ফার্মহাউসে সম্পন্ন হয়েছে এই ‘লগান লাখভানু’ অনুষ্ঠান। আগামী মাস থেকে শুরু হয়ে যাবে আরো নানা ধরনের উৎসব। জানা যাচ্ছে গুজরাটের জামনগরে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে প্রি-ওয়েডিং উৎসব।

প্রাক বিবাহ পর্বের এই ‘লগান লাখভানু’ অনুষ্ঠানে মুকেশ ও নীতা আম্বানির হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট পরেছিলেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার ডিজাইন করা প্যাস্টেল নীল রঙের লেহেঙ্গা। তার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক বিবাহ অনুষ্ঠান পর্বের তার সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বহু মানুষ। বিয়ের দিন ও যে ভারতীয় ধনকুবেরের পুত্রবধূকে দেখে সকলের চোখ ধাঁধাবে সেটাই স্বাভাবিক।

আরও পড়ুন 👉 Mukesh Ambani: মুকেশ আম্বানির কাছে রয়েছে ৭টি এমন জিনিস, যা বিশ্বে আর কারো কাছে নেই

মুকেশ আম্বানির পরিবারের কোনো অনুষ্ঠান হলে আমন্ত্রিত অতিথি তালিকার দিকে নজর থাকে সকলের। বলাই বাহুল্য মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বিয়েতে (Anant-Radhika Weeding) উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিখ্যাত সব ব্যক্তিবর্গ। ইতিমধ্যেই জানা গেছে সেই তালিকা। সেই তালিকায় আমাদের দেশের বিখ্যাত সব মানুষদের পাশাপাশি উপস্থিত থাকবেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সহ আরো অনেকে।

নিমন্ত্রিত ব্যক্তিদের তালিকাতে আছেন মরগান স্ট্যানলির সিইও টেড পিক, ডিজনি সিইও বব ইগার, ব্ল্যাক রক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনকে সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ড চেয়ার লিন ফরেস্টার ডি রথসচাইল্ড, ব্যাংক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহান, ব্ল্যাকস্টোনের চেয়ারম্যান স্টিফেন শোয়ার্জম্যান, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি, সিস্টেমসের সিইও জেমস মারডক, এক্সোর, সিইও জন এলকান, ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ব্রুস ফ্ল্যাট প্রমুখ।