রাহুল দ্রাবিড়ের পরিবর্তি ইন্ডিয়ার কোচ হতে পারেন এই ৫ কিংবদন্তি! ৪-৫ নম্বর সবার প্রিয়

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ২০১৫ সাল থেকেই টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৯ এবং এ দলের কোচ ছিলেন। এরপর ২০২১ সালে তিনি টিম ইন্ডিয়ার (Team India) প্রধান কোচ হিসাবে নিযুক্ত হন। তবে তাকে নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা। কেননা চলতি ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) পরই তার মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষের পর তার সময়সীমা বৃদ্ধি করা হতে পারে অথবা বেছে নেওয়া হতে পারে নতুন কোচ।

মূলত রাহুল দ্রাবিড়ের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে নাকি এখানেই শেষ করে দেওয়া হবে তা নির্ভর করছে পুরোপুরি ভাবে এবারের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফর্মেন্সের উপর। যদি টিম ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন হয় তাহলে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি হবে বলেই আশা করা হচ্ছে। কিন্তু তা না হলে তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাই থাকছে সবচেয়ে বেশি। এক্ষেত্রে পরবর্তী প্রধান কোচ হওয়ার ক্ষেত্রে মূলত ৫ কিংবদন্তির নাম সামনে আসছে।

রাহুল দ্রাবিড়ের আমলে টিম ইন্ডিয়ার ফলাফলের দিকে যদি নজর রাখা যায় তাহলে মোটেই খারাপ নয়। কেননা বিভিন্ন ক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বকাপের আগে এশিয়া কাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। এছাড়াও এখনো পর্যন্ত বিশ্বকাপে যে পারফরম্যান্স টিম ইন্ডিয়া দেখিয়েছে তাতে তাদের জয়ের রথ আটকে দেওয়ার মতো কোন দল নেই বললেই চলে। এক্ষেত্রে আগামী দিনে যে ৫ কিংবদন্তির নাম উঠে আসছে পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে সেই তালিকা দেখে নেওয়া যাক।

১) এই তালিকায় প্রথমেই উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম। তিনি এই মুহূর্তে এনসিএ প্রধান এবং তার অধীনে ভারতীয় রিজার্ভ দল সম্প্রতি এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছে।

২) এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag)। বীরেন্দ্র সেহবাগ দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন এবং বর্তমানে তার নিজের ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। এসবের সুবাদে কোচিং এবং ক্রিকেটের সঙ্গে তার সব সময় অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে।

৩) শচীন টেন্ডুলকারও (Sachin Tendulkar) এই তালিকায় রয়েছেন। অনেকেই মনে করছেন পরবর্তী টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে পারেন তিনি।

৪) তালিকায় চার নম্বরে যার নাম উঠে আসছে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। একজন দক্ষ খেলোয়াড়ের পাশাপাশি সৌরভ গাঙ্গুলী একজন দক্ষ প্রশাসকও। তিনি দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়ক থাকার পাশাপাশি ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

৫) তালিকায় ৫ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকার পাশাপাশি তার আমলে তিন তিনটি আইসিসি ট্রফি পেয়েছে ভারত।