এক দেশ এক নির্বাচন হলে কারা বেশি সুবিধা পাবে? NDA না I.N.D.I.A.

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election) আর এই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নামবেন। তবে লোকসভা নির্বাচনের আগে এখন দেশ দেশের নাম থেকে শুরু করে এক দেশ এক নির্বাচন (One Nation One Election) ইত্যাদি নানান ইস্যুতে সরগরম। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে এক দেশ এক নির্বাচন চালু করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে তাতেই এই বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisements

এক দেশ এক নির্বাচন হলে বেশ কিছু সুবিধার রয়েছে, আবার বেশ কিছু অসুবিধা রয়েছে। সুবিধার কথা প্রথম বললে বলা যায়, দেশের বিপুল পরিমাণ অর্থ বাঁচবে। কেননা নির্বাচন করাতে বিপুল টাকা খরচ হয়ে থাকে আর সেক্ষেত্রে যদি একসঙ্গে নির্বাচন হয়ে যায় তাহলে খরচ অনেক কমে যাবে। এছাড়াও সময় অনেক কমবে এবং শাসক দল নিশ্চিন্তে পাঁচ বছর শাসন করার মতো সুযোগ পাবে। অন্যদিকে ইভিএম যেহেতু ১৫ বছর মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নষ্ট হয়ে যায় তাই এর ব্যবহার কমে যাবে এক দেশ এক নির্বাচন হলে। এছাড়াও আরও নেতিবাচক কিছু বিষয় রয়েছে যেগুলি নিয়ে এখনও পর্যালোচনা চলছে সমাধানের জন্য।

Advertisements

এক দেশ এক নির্বাচন হলে দেশে একসঙ্গেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয়ে যাবে। তবে এটি ভারতে প্রথম তা নয়। ১৯৬৭ সাল পর্যন্ত দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হত। কিন্তু এরপর ১৯৬৮ এবং ১৯৬৯ সালে বেশ কিছু বিধানসভা বাতিল হয়ে যাওয়ার কারণে ১৯৭০ সালে পুনরায় লোকসভা নির্বাচন হয়। তারপর থেকেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সূচি বদলে যায়।

Advertisements

এখন প্রশ্ন হল, যদি একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তাহলে কারা বেশি সুবিধা পাবে? NDA না I.N.D.I.A.? কে জিতবে? NDA না I.N.D.I.A.? এই প্রশ্নের উত্তর বের করতে সম্প্রতি এবিপি এবং সি ভোটার যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষা থেকে সামনে এসেছে কাদের জয়লাভের সম্ভাবনা বেশি তার ফলাফল। চলুন দেখে নেওয়া যাক ওই সমীক্ষার ফলাফল কি জানাচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কারা বেশি সুবিধা পাবে অথবা কারা জিতবে এসবের সমীক্ষায় সবচেয়ে বেশি ৪৫% মানুষ বলেছেন সবাই সুবিধা পাবে। অন্যদিকে ২০ শতাংশ মানুষের মনে হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে NDA বেশি সুবিধা পাবে। অন্যদিকে ১৫ শতাংশ মানুষ জানাচ্ছেন, এই ব্যবস্থা বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে I.N.D.I.A. জোট। অন্যদিকে ৯ শতাংশ মানুষ মনে করছেন কেউই এর সুবিধা পাবেন না। আবার ১১ শতাংশ মানুষের কাছে এই নিয়ে কোন উত্তর নেই।

Advertisements