Smart Meter: যুগের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ দপ্তর তাদের নিয়ম-কানুনে এনেছে বিরাট পরিবর্তন। অনেকেরই হয়তো মনে আছে আগে বাড়িতে ইলেকট্রিসিটি মিটার ইনস্টল করা হতো বাড়ির বাইরে। বিদ্যুৎ বিল দেওয়া হতো এক মাস বাদে এবং গ্রাহকেরা ইলেক্ট্রিসিটি অফিসে গিয়ে সেই বিল মিটিয়ে আসতো। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক নিয়ম কানুনেরই পরিবর্তন হয়েছে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করে নেব।
ইলেকট্রিক বিল দেওয়া আজকাল আর ঝামেলার কাজ নয়, কেননা বাড়িতে বসে সহজেই অনলাইনের দ্বারা বিল পরিশোধ করা যায়। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ দফতরও নতুন কিছু করছে। সম্প্রতি বাড়িতে বাড়িতে লাগানো হচ্ছে স্মার্ট মিটার (Smart Meter)। ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ করে নিতে পারবেন। কিন্তু এই মিটার বাড়ির ভিতরে নয় বরং লাগানো হবে বাড়ির বাইরে। কেন এমন অদ্ভুত নিয়ম আপনারা কি তা জানেন?
ইলেকট্রিক মিটার আগে ঘরের ভেতরেই বসানো হতো কিন্তু রিচার্জেবল স্মার্ট মিটার (Smart Meter) বাড়ির বাইরেও বসানো থাকে। এর পেছনে অবশ্যই লুকিয়ে আছে কিছু যথাযথ কারণ। বেশিরভাগ মানুষ এর আসল কারণ সম্পর্কে অবগত নয়। বিহার বিদ্যুৎ দপ্তরের এক কর্মচারী এই ঘটনার পিছনের আসল কারণ ব্যাখ্যা করলেন। কেন স্মার্ট মিটার বাড়ির বাইরে লাগানো হচ্ছে?
আরো পড়ুন: না জানলে জেনে নিন AM এবং PM এর ফুল ফর্ম, আজকের প্রতিবেদনে পাবেন বিস্তারিতভাবে
বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে। স্মার্ট মিটার (Smart Meter) যদি ঘরের ভিতর বসানো হয়, তাহলে নেটওয়ার্কের নানারকম সমস্যা দেখা দিতে পারে যার ফলে মিটার ঠিকঠাক কাজ করবে না। রিচার্জের পরেও নেটওয়ার্কের সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ থাকে না। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে মিটার বসানো হয়। আর রিচার্জ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যায়।
বিদ্যুৎ দপ্তরের ওই ব্যক্তি গ্রাহকদের উদ্দেশ্যে বলেছেন যে, গ্রাহকেরা ভুলেও বাড়ির ভিতরে স্মার্ট মিটার ইনস্টল করবে না। যদি কেউ বাড়ির ভিতরে স্মার্ট মিটার ইনস্টল করে তাহলে প্রযুক্তিগত দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। দেখা যাবে নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার মিটার রিচার্জ করা সত্ত্বেও আপনাকে থাকতে হচ্ছে অন্ধকারে। কিন্তু যদি মিটার বাড়ির বাইরে ইনস্টল করা থাকে, তাহলে ১-২ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ চলে আসবে। তবে রিচার্জ করার ক্ষেত্রে কোনও রকম প্রযুক্তিগত সমস্যা বা টেকনিক্যাল সমস্যা হবে না।