Why does very quickly battery drain of Phone in a moving train: দূরপাল্লার ট্রেনে আমরা অনেকেই যাত্রা করি, কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন কেনো ফোনের ব্যাটারি ট্রেন চলাকালীন তাড়াতাড়ি শেষ হয় (Battery Drain in Train)? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর কারোর কাছেই নেই। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দেরি না করে পড়ে নিই এই প্রতিবেদনটি।
দূরে যাবার সময় অনেকেই ট্রেনে করে যাত্রা করা পছন্দ করে, কারণ ট্রেনের সফর হয় আরামদায়ক এবং স্বল্প খরচে আপনি যে কোন জায়গায় যেতে পারবেন। কিন্তু বেশিদিনের যাত্রা হলে আপনাকে বিপদে পড়তে হয় ব্যাটারির সমস্যা (Battery Drain in Train) নিয়ে। ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং দরকার মতো ফোনের ব্যবহার করা যায় না। দূরপাল্লার যাত্রা করার সময় ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াটা একটা বিরাট সমস্যা। কিন্তু এর আসল কারণ অনেকেই জানেন না।
দূরপাল্লার যাত্রা করার সময় যখন বেশি দিনের জন্য আপনাকে ট্রেনে থাকতে হবে তখনই হবে ফোনের সমস্যা। কারণ আপনার ফোনের ব্যাটারি ট্রেনের গতির মতোই হু হু করে শেষ হয়ে যাবে (Battery Drain in Train)। প্রয়োজন মত আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না, এমন কি কোন দরকারেই আপনার ফোনটি ব্যবহার পর্যন্ত করতে পারবেন না। এই সমস্যার সমাধান এখন অব্দি করা যায় নি।
এর আসল কারণ হলো যখনই আপনি ট্রেনে করে কোথাও যান বিভিন্ন জোনের মধ্যে দিয়ে আপনার ফোনের ফোনের নেটওয়ার্ক যায়, নেটওয়ার্কের এই সমস্যার জন্য আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় (Battery Drain in Train)। আর আপনাকেও দূরপাল্লার যাত্রা করার সময় ফোন নিয়ে ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যা সত্যি যাত্রীদের জন্য বড় একটি সমস্যা।
আবার অনেক সময় দেখা যায় আপনার ফোনে জিপিএস ট্র্যাকার অন করা আছে। সেই কারণেও আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যার কোনো স্থায়ী সমাধান করা যায় না। তাই ট্রেনের যাত্রার সময় এই পরিস্থিতির শিকার আপনাকে হতেই হবে।