2024 Lok Sabha Election: কেন কাঠফাটা রোদেই ভোট হয়! শুধুই সুবিধা নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ

Why is the 2024 Lok Sabha Election being held in the scorching Summer: গত মাসেই ঘোষিত হয় ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ। সেই অনুযায়ী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ৭ দফার লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Election)। একদিকে যেমন চলছে নির্বাচনের কাজ অপরদিকে তেমনি তাপপ্রবাহে জ্বলছে গোটা দেশ। বেরোনো যাচ্ছে না বাইরে। ফলে এই আবহে ভোটারদের শরীর সুস্থ রাখার এবং নির্বাচন বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হল ১২ মাসে ৬টি ঋতু থাকতে এই গ্রীষ্ম ঋতুতেই কেন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? কি সুবিধা রয়েছে?

প্রসঙ্গত, ২০০৪ সালের আগে পর্যন্ত লোকসভা নির্বাচন গ্রীষ্মকালে হত না বরং শীতকালে কনকনে ঠান্ডায় ভোটাররা ভোট দিতে যেত। তখনকার সময়ে ৭ বা ৮ দফায় নয়, অনেক বেশি দফায় ভোটগ্রহণ হতো। ১৯৫২ সালের কথা যদি বলি, এই সময় প্রায় ৯ লক্ষ ভোটার ৬৮ দফায় কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভোট দিয়েছেন। তাহলে এখন কেন শীতকালে নয়, কেন গ্রীষ্মকালে কাঠফাটা রোদে লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Election) হচ্ছে?

যুক্তিস্বরূপ একটি কথা রয়েছে যে, গ্রীষ্মকালে দিন বড় হয় এবং রাত ছোট হয়। অপরদিকে শীতকালে ঘটে বিপরীত ক্রিয়া অর্থাৎ দিন ছোট রাত বড়। ফলেই শীতকালে ভোট গ্রহণ হলে ভোট গ্রহণকারীরা হাতে খুব কম সময় পায়। এই যুক্তি অর্থাৎ সেই কারণেই ২০০৪ সাল থেকে শীতকালের বদলে গ্রীষ্মকালে ৫ বছর মেয়াদ পূরণের আগেই অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন।

আরও পড়ুন 👉 Lady Polling Officer: কে ওই পোলিং অফিসার! যার রূপের যাদুতে নেশায় বুঁদ সোশ্যাল মিডিয়া থেকে ভোটাররা

ইতিহাস বলছে, বর্তমানে লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। কিন্তু পূর্বে তা হতো না। সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী, পূর্বের লোকসভার মেয়াদ শেষ হওয়ার পরেই নতুন লোকসভা নির্বাচন হত। তবে এক্ষেত্রে বিকল্প ছিল মেয়াদ শেষের আগে পূর্ব লোকসভার সরকার ভেঙে গেলে তাহলে নির্বাচন মেয়াদের আগে করা হত।

সেই হিসেবে বিগত পাঁচ দশকে বেশ কয়েকবার মেয়াদের আগেই লোকসভা নির্বাচন হয়। যেমন ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির হত্যার কারণে, ১৯৯১, ১৯৯৮ সালে সরকার ভেঙে যাওয়ার কারণে এবং ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার নির্বাচনের আগে ভেঙে যাওয়ার কারণে মেয়াদের আগেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই সময় থেকেই এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ধরা হয়। তবে চলতি বছরে লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Election) তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আরো শক্তিশালী হবে। ফলেই দীর্ঘ ৪৪ দিন ধরে এই নির্বাচন গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বহু রাজনীতিবিদ। পাশাপাশি ভোটারদেরও সাবধানে থাকার নির্দেশ দিয়েছে।