Why is the color of LPG gas cylinder red: বর্তমানে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি হিসেবে যে উপাদানটি সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটি হলো জ্বালানি গ্যাস বা এলপিজি গ্যাস (LPG gas cylinder)। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষের বাড়িতেই এলপিজি গ্যাস এর সিলিন্ডার লক্ষ্য করা যায়। এলপিজি গ্যাস বা তরল পেট্রোলিয়াম গ্যাস বর্তমানে সহজলভ্য হওয়ায় কারণে বর্তমানে সরকারি ভাবেও এই গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন রান্নার গ্যাস সিলিন্ডারের রং বেশিরভাগ লাল কেন হয়?
মূলত বাড়িতে ব্যাবহার করার জন্য যে গ্যাস সিলিন্ডার গুলি পাওয়া যায় তার রং বেশিরভাগ সময় লাল হয়। যদিও বাজারে নীল রঙের গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) ও পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি বাণিজ্যিক প্রয়োজনের কাজে লাগানো হয়। এছাড়াও কখনো কি দেখেছেন গ্যাস সিলিন্ডারের নিচের দিকে কয়েকটা বড় গোল ফুটো করা থাকে। অনেকেই জানেন না এই ফুটো গুলি থাকার আসল কারণ কি। আজ সে সম্পর্কেই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।
গ্যাস সিলিন্ডার এর রং কেনো লাল হয় এ প্রসঙ্গে উত্তর দিতে পারেন না বহু মানুষ। গ্যাস আসলে একটি দাহ্য পদার্থ। যে কোনো সময় গ্যাস সিলিন্ডার থেকে যে কোনো ধরনের বড় বিপর্যয় ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) থেকে কোনো দুর্ঘটনা ঘটলে বিভিন্ন ক্ষত ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনহানির মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই কারণে গ্যাস সিলিন্ডার এর বিষয়ে সব সময় কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত।
আরও পড়ুন ? LPG Cylinder with QR Code: এবার গ্যাস সিলিন্ডারে কিউআর কোড, গ্রাহকরা পাবেন এইসব সুবিধা
লাল রং স্বাভাবিক ভাবেই অত্যন্ত উজ্জ্বল হয়। তাই দূর থেকে সহজেই এই রং দেখতে পাওয়া যায়। গ্যাস সিলিন্ডার এর রং লাল হওয়ার বিষয়ে এই যুক্তির কথাই বলা হয়। বলা হয় দূর থেকে সহজে দেখা যাওয়ার কারণেই সিলিন্ডারকে লাল রং করা হয়। যদিও যে সব গ্যাস সিলিন্ডার এর রং নীল হয় তাদের ক্ষেত্রেও যুক্তি দেওয়া হয় উজ্জ্বল রঙটি দূর থেকে দেখা যাওয়ার কথা। বিপদ এড়াতেই মূলত এই ধরনের ব্যবস্থা করা হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অনেকেই হয়তো লক্ষ্য করেছেন গ্যাস সিলিন্ডারের নিচে গোল ছোট ছোট কয়েকটি ফুটো থাকে। এই ফুটো গুলি থাকার কারণ সম্পর্কেও অনেকেই অবগত নন। তবে বলা হয় এই ফুটো গুলো থাকার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। গ্যাস সিলিন্ডারে তাপমাত্রা বেড়ে গেলে ওই ফুটো গুলি দিয়ে বাতাস বের হতে শুরু করে। এতে গ্যাস সিলিন্ডারের পৃষ্ঠদেশকে উত্তপ্ত হতে দেওয়া হয় না। ফলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। কারণ সিলিন্ডারের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে গেলে তা সহজেই নানা ধরনের বিপদ ঘটাতে পারে।