শপিংমলে টয়লেটের দরজা নীচে ফাঁকা থাকে কেন? জানলে তাজ্জব হতে সময় লাগবে না

Published on:

Advertisements

শপিংমলে (Shoping mall) তো নিশ্চয়ই যান। বা কোন মাল্টিপ্লেক্সে। সেখানের বাথরুমে গিয়ে লক্ষ্য করেছেন কখনো? একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, শপিং মল, মাল্টিপ্লেক্স বা যেখানে জনসমাগম বেশি হয়, সেই সমস্ত জায়গায় টয়লেটের নিচের অংশটা ফাঁকা থাকে। কিন্তু জানেন কি কেন এমনটা করা হয়? জানলে তাজ্জব হয়ে যেতে সময় লাগবে না। গুরুত্বপূর্ণ তথ্য দেব এই প্রতিবেদনে। আসুন জেনে নেওয়া যাক কেন শপিংমলের টয়লেটের নিচের অংশ ফাঁকা থাকে।

Advertisements

হয়তো অগোচরে লক্ষ্য করেছেন শপিংমল বা মাল্টিপ্লেক্সের টয়লেটের দরজা নিচের অংশ ফাঁকা থাকে। কিন্তু সাধারণত আমাদের ঘরের টয়লেটের দরজায় তেমনটা হয় না। তাহলে ভেবে দেখেছেন কেন এমনটা করা হয়? আসলে বিশেষ উপায়ে চিন্তাভাবনা করে এই ধরনের দরজা তৈরি করা হয়। যার পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। আসুন একে একে জেনে নেওয়া যাক সেই সমস্ত কারণগুলি।

Advertisements

প্রথমত, নিরাপত্তা জনিত কারণে শপিংমলের দরজার নিচের অংশ ফাঁকা রাখা হয়। যদি কোন শিশু ভুলবশত টয়লেটে ঢুকে যাওয়ার পর দরজা লক হয়ে যায়, তাহলে সেই অবস্থায় তাকে যেতে সহজে বের করা যায়, তার জন্যই এমন পন্থা অবলম্বন করা হয়।

Advertisements

দ্বিতীয়ত শপিংমলের টয়লেট গুলি অজস্র মানুষ ব্যবহার করেন। এই অবস্থায় পরিস্কার পরিচ্ছনতার ক্ষেত্রেও সমস্যা দেখা দে।য় তাই বাইরে থেকে যাতে পরিষ্কার করা যায়, সে জন্যই দরজা গুলিকে এভাবে ডিজাইন করা হয়েছে। এভাবে টয়লেট তুলনামূলক অনেক বেশি পরিষ্কার থাকে।

অনেক সময় দেখা যায় শপিংমল বা মাল্টিপ্লেক্সের টয়লেটে গিয়ে যুগলরা যৌন ক্রিয়াকলাপ শুরু করে দেয়। দরজা ফাঁকা থাকার কারণে এই ধরনের কাজ করার আগে তারা অবশ্যই ভাবেন। এমনকি অনেকেই ধূমপান করেন। যা স্বাস্থ্যের পক্ষেও বিপদজনক হতে পারে। দরজা ফাঁকা থাকার কারণে এমন কোনও সমস্যা হয় না।

এছাড়া অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টিস্যু পেপার, সংবাদপত্র বা মোবাইল আদান-প্রদানের ক্ষেত্রে সুবিধা হয়। দরকারের সময় গেট খোলার প্রয়োজন পড়ে না। এমন কিছু সুবিধার কথা ভেবেই শপিংমলের দরজা গুলির নিচের অংশটি কাটা থাকে।

Advertisements