রেল সফরে বিনামূল্যে বন্ধ হল এই পরিষেবা, গুনতে হবে গ্যাঁটের কড়ি

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে একসময় রেল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় তা চালু হলেও একাধিক ক্ষেত্রে ব্যয় সংকোচ করা হয়েছে রেলের তরফ থেকে। কোনরকম ছাড় বা অন্যান্য বেশকিছু পরিষেবা থেকে বিরত থেকেছে ভারতীয় রেল। সেইরকমই এবার আরও একটি খারাপ খবর রেলযাত্রীদের সামনে।

সাত বছর আগে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়েছিল রেলস্টেশনগুলিতে মিলবে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। কিন্তু এবার এই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা বন্ধ। প্রথমদিকে কিছু সময় বিনামূল্যে পরিষেবা পাওয়া গেলেও নির্দিষ্ট সময়ের পর পরিষেবা বহন করতে হলে গুনতে হবে গ্যাঁটের কড়ি।

দেশের বিভিন্ন রেলস্টেশনে এমন ওয়াইফাই পরিষেবা দিয়ে থাকে রেলটেল। এই ওয়াইফাই পরিষেবা এখন আরও বিভিন্ন স্টেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। কিন্তু পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে না বলেই রেল অধীনস্থ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। এই পরিষেবা বহন করার ক্ষেত্রে যে প্ল্যান আনা হয়েছে তার ১০ টাকা থেকে ৭৫ টাকা পর্যন্ত এবং সঙ্গে জিএসটি।

এই বিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি পরিষেবা পাওয়ার জন্য খরচ বহন করতে হয়। তবে তা হলেও প্রথম ৩০ মিনিট এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এরপর যদি কেউ এই পরিষেবা পেতে চান তাহলে তাকে অর্থ খরচ করতে হবে।

রেলের এই ওয়াইফাই পরিষেবার পরিপ্রেক্ষিতে যে প্ল্যান রাখা হয়েছে সেই প্ল্যান অনুযায়ী ব্যবহারকারীরা পাবেন ১০ টাকার প্ল্যানে ৩৪ এমবিপিএস স্পিডে পাঁচ জিবি ওয়াইফাই ডেটা। ৩০ দিনের জন্য ৩৪ এমবিপিএস স্পিডে ৭৫ টাকার প্ল্যানে মিলবে ৬০ জিবি ওয়াইফাই ডেটা পরিষেবা। আবার প্রথম আধঘন্টা বিনামূল্যে যে পরিষেবা দেওয়া হবে সেক্ষেত্রে স্পিড থাকবে ১ এমবিপিএস।