Underwater Metro Mobile Network: ইন্টারনেট থেকে মোবাইল নেটওয়ার্ক, গঙ্গার নিচে মেট্রো পরিষেবা নিয়ে বড় আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মেট্রো পরিষেবা (Metro Rail) কলকাতা সহ দেশের বড় বড় শহরের গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন মেট্রো পরিষেবার ওপর ভর করে হাজার হাজার যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। আর এই মেট্রো পরিষেবায় এবার নতুন সংযোজন হতে চলেছে আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)।

Advertisements

ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে চলেছে কলকাতায়। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের অংশ হিসেবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা। আন্ডারওয়াটার মেট্রোপরিষেবা চালু হওয়ার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মার্চের মধ্যেই পরিষেবা শুরু হয়ে যাবে।

Advertisements

যখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে তখন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে নতুন একটি আপডেট দেওয়া হল। এই আপডেট দেওয়া হয়েছে মূলত গঙ্গার নিচে মেট্রো দিয়ে যাতায়াত করার সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট পরিষেবা নিয়ে। সচরাচর মেট্রোয় যাতায়াত করার সময় মোবাইল নেটওয়ার্কের চরম সমস্যা দেখা যায়। কল ড্রপ থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারেন না যাত্রীরা। এসবের পরিপ্রেক্ষিতেই আন্ডারওয়াটার মেট্রোর ক্ষেত্রে কি হবে তা নিয়েই জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisements

আরও পড়ুন ? Howrah Maidan metro station: শুধু দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো নয়, মিলতে চলেছে আরও একটি তকমা, জানুন সেটি কি

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা মোবাইল নেটওয়ার্ক পাবেন। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলে যাওয়ার সময় যাতে মোবাইল পরিষেবায় কোনরকম ব্যাঘাত না ঘটে তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপন করা হচ্ছে। এছাড়াও একটি টেলিকম সংস্থা ফাইবারের মাধ্যমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার রাস্তার প্রত্যেক স্টেশনে উচ্চ ক্ষমতা সম্পন্ন নোড ইন্সটল করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে মেট্রো যাত্রীরা ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে 5G স্পিড, নিরবিচ্ছিন্ন ভয়েস কল এবং অন্যান্য সমস্ত ধরনের সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই তাদের যাতায়াতের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধি পাবে। এই ব্যবস্থার ফলে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোয় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় কাজও সেরে নিতে পারবেন।

Advertisements