Wine is going to come in new packaging in the market: মদ খাওয়া কি আদৌ শরীরের পক্ষে ভালো? এর উত্তর আশা করি আপনাদের সকলেরই জানা। শরীরের ক্ষতি হয় জেনেও বহু লোকে মদ পান করে থাকেন। শরীরের ক্ষতি আটকাতে না পারলেও পরিবেশের কথা চিন্তা করে নতুন চমক আসতে চলেছে মদের বোতলগুলোতে (Wine New Packaging)। এবার থেকে আর কাঁচের কিংবা প্লাস্টিকের বোতলে বিক্রি হবে না মদ। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আপনাকে মন দিয়ে পড়তে হবে।
৯০ মিলিলিটারের টেট্রা প্যাকে এবার থেকে বিক্রি হবে মদ। সুরাপ্রেমীরা নতুনভাবে সাজানো বোতল উপহার পাবে। কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশের কথা চিন্তা করেই তৈরি হবে মদের বোতল তাই বর্জন করা হবে প্লাস্টিক কিংবা কাঁচের বোতল। এসব জিনিস থেকে দূষণ ছড়ায় অনেকটাই। শীঘ্রই কেরল সরকারের মতো কাগজের প্যাকেটে মদ বিক্রি করবে তামিলনাড়ু সরকারও (Wine New Packaging)।
দক্ষিণ ভারতের আরো দুটি জায়গা যেমন কর্নাটক ও পুদুচেরীতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টেট্রা প্যাকে মদ বিক্রি (Wine New Packaging)। এই বিষয়ে কি বলেছে সরকার? কাচ বা প্লাস্টিকের বোতলের কারণে দূষণের মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই দূষণ প্রতিরোধ করার জন্যই কাগজের প্যাকেটে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এইসব রাজ্যের সরকার। কাগজ মাটিতে মিশে যাওয়ার ফলে পরিবেশ দূষণ তুলনামূলকভাবে অনেকটাই কম হবে।
আরও পড়ুন ? Lakshadweep Liquor Rules: লাক্ষাদ্বীপে মদ খাওয়ার নিয়মে বিশাল কড়াকড়ি! না জানলে কেলেঙ্কারি
বিগত মাসে এই বিষয়ে তামিলনাড়ুর আবগারি মন্ত্রী এস মুথুস্বামী বলেছেন, স্ট্যালিন সরকার টেট্রা প্যাকে এখন থেকে মদ বিক্রি করবে এমনটাই চিন্তাভাবনা করছে। যারফলে পরিবেশ স্বচ্ছ থাকবে এবং দূষণও অনেকটাই কমে যাবে। পাশাপাশি কাঁচের বোতল ভেঙে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি বহু পশু-পাখির এই কাঁচের বোতল গলায় আটকে মৃত্যুও হয়। টেট্রা প্যাকে মদ বিক্রি হলে (Wine New Packaging) এই দূষণ হবে না।
কিন্তু এই সিদ্ধান্ত সবাই যে সমর্থন করেছে তা নয়। অনেকেই এর বিরোধিতা করেছে। টেট্রা প্যাকে মদ বিক্রি করা হলে অপ্রাপ্তবয়স্ক ও পড়ুয়াদের হাতে খুব সহজেই এটি চলে আসবে। তারা অন্য পানীয় ভেবে খেয়ে ফেলতে পারে। সবথেকে বড় বিষয় হলো দোকানদারদের পক্ষেও সবসময় বয়স দেখে মদ বিক্রি করা সম্ভব নয়।