The poor people will also ride this electric bike with the help of Tata: ব্যাটারি চালিত দু চাকার সৃষ্টি করা হয়েছে মূলত বায়ুদূষণ থেকে মানব সমাজকে রক্ষা করতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত দুই চাকাতে জ্বালানির কোনোরকম সমস্যা নেই। সেই কারণে বিভিন্ন সংস্থা নিজেদের ই-বাইক মার্কেটে লঞ্চ করেছে। যা ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়। টাটা গ্রুপ বাজারে যে ই-বাইকটি এনেছেন তার নাম Stryder। সাধারণ মানুষের একেবারে সাধ্যের মধ্যে এই নতুন যানটি (Tata Stryder Electric bike)।
সম্প্রতি ভারতীয় মার্কেটে একাধিক ইলেকট্রনিক বাইক লঞ্চ করেছে তারা। যার মধ্যে একটি উল্লেখযোগ্য মডেল হলো 27.5 Voltic 1.7 ইলেকট্রিক বাইক। কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে যে, ভারতের রাস্তার কথা চিন্তা ভাবনা করেই তৈরি হয়েছে এই ই-বাইক। যেকোনো রকম রাস্তায় আপনি সহজেই এই বাইকটি চালাতে পারবেন। সব থেকে বেশি আশ্চর্য হবেন এর দামের কথা শুনলে। কিলোমিটার প্রতি আপনার খরচ হবে শুধুমাত্র ৬ পয়সা (Tata Stryder Electric bike)।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে যে, এই ইলেকট্রিক বাইক (Tata Stryder Electric bike) তৈরি হয়েছে স্টিল ফ্রেম দিয়ে। এতে রয়েছে 48V লিথিয়াম আয়ন ব্যাটারি ও 2500 ওয়াট BLDC মোটর। এছাড়া রয়েছে আরো বেশ কিছু ফিচার্সও। বর্তমানে সব ধরনের ইলেকট্রিক বাইকে এই ধরনের ফিচার্স দেখা যায়। Stryder Voltic এ চালকরা বাড়তি কি কি সুবিধা পাবেন? এতে আছে 3টি রাইডিং মোড, অটো পাওয়ার কাট এবং কি-এনেবেল অন/অফ এর সুবিধা। ওসব ছাড়াও থাকছে ডিস্ক ব্রেক, নাইলন টায়ার, থ্রেডলেস সাসপেনশন ফর্ক এবং LED ডিসপ্লে।
বাইকটিতে (Tata Stryder Electric bike) যে ডিজিটাল ডিসপ্লে আছে তার দ্বারা আপনি ব্যাটারি লেভেল চেক করতে পারবেন। বাইকটির ব্যাটারি চার্জ হতে সময় নেবে প্রায় তিন ঘন্টা। যদি বাইকটি নর্মাল মোডে থাকে তাহলে টপ স্পিড হবে ২৫ কিমি প্রতি ঘণ্টা কিন্তু হাইব্রিড মোডে থাকলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি স্পীড তোলা যায়। টাটা গ্রুপ বাইকের ব্যাটারি এবং ইলেকট্রিক মোটর এর উপরে দুই বছরের ওয়ারেন্টি দিয়েছে।
মার্কেটে 27.5 Voltic 1.7 ইলেকট্রিক বাইকটির দাম ২৯,৫৯৯ টাকা। কিন্তু ক্রেতারা এটির উপর ৭,৫০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারে। কিন্তু শুধুমাত্র এটি দিল্লি শহরের অধিবাসীদের জন্য এবং এর পাশাপাশি আছে নো কস্ট ইএমআই এর সুবিধা। মার্কেটে আপাতত বাইকটির দুটো কালার পাওয়া যাচ্ছে- লাল এবং কালো ও নীল ডুয়াল টোন। Voltic 1.7 ছাড়াও টাটা গ্রুপ আরও একটি ইলেকট্রিক বাইক সম্প্রতি লঞ্চ করেছে। এটির নাম Zeeta Plus। যদি আপনি এই বাইকে করে যান তাহলে কিলোমিটার প্রতি আপনার খরচা হবে ১০ পয়সা। বাইকটির সর্বোচ্চ রেঞ্জ ৩০ কিলোমিটার এবং মার্কেটে এর দাম ২৬,৯৯৫ টাকা।