Unique Business Ideas: এই ব্যবসা করলে মাসে মাসে রোজগার ২ লাখ টাকা! ঘরে ঘরে এর ব্যাপক চাহিদা

Do this business today to earn two lakhs per month: বর্তমানে চাকরির বাজার খুবই মন্দা, তাই ব্যবসার দিকে ঝোঁক বাড়ছে বহু মানুষের। এমনকি তরুণ প্রজন্ম চাকরির থেকে ব্যবসাকে বেশি প্রাধান্য দিচ্ছে। অবশ্য অনেকেই সঠিকভাবে জানেন না যে, কোন ব্যবসা করলে তা ভবিষ্যতের জন্য লাভবান হবে। যারা ব্যবসা করে প্রতি মাসে একটি মোটা অংকের টাকা উপার্জন করতে চান তাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া(Unique Business Ideas)। এই ব্যবসার মাধ্যমে তরুণ থেকে প্রবীণ সবাই লাভের মুখ দেখবে। এই প্রতিবেদনে বলা হচ্ছে নিমকির ব্যবসার কথা। এদেশের প্রত্যেকটা রান্নাঘরে আপনি খোঁজ করলেই পাবেন নিমকি। নিমকির ব্যবসার চোখ বন্ধ করে একটি লাভজনক ব্যবসা এবং প্রতি মাসেই একটি ভালো অংকের টাকা উপার্জন করা যাবে।

স্ন্যাকসের ব্যবসা কিন্তু সবার জন্যই লাভজনক হতে পারে এবং অর্থ লাভ করতে পারেন যেকোনও ব্যক্তি। যদি আপনি এই ব্যবসা করেন ছোট কিংবা বড় যেভাবে খুশি শুরু করতে পারেন(Unique Business Ideas)। আপনার ব্যবসা কতটা বড় হবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিয়োগ করা মূলধনের ওপর। মূলধন যত বেশি হবে ব্যবসা তত বড় হবে এবং যার ফলে লাভও তত বেশি হবে। এদেশে প্রায় বেশিরভাগ বাড়িতেই সকালের জলখাবার থেকে শুরু করে বিকেলের টিফিন পর্যন্ত খাবার টেবিলে নিমকির অবাধ যাতায়াত রয়েছে। বিভিন্ন রকমের খাবার তৈরি করতে এই নিমকির ব্যবহার লক্ষ্য করা যায়।

এখন জেনে নিতে হবে এই ব্যবসার(Unique Business Ideas)জন্য কি কি কাঁচামালের প্রয়োজন? এই ব্যবসাতে বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন আছে। কাঁচামালের মধ্যে তেল, ডাল, আলু, বেসন, চীনাবাদাম এবং মশলা লাগবে। এইসব জিনিসের সাহায্যে তৈরি হবে নিমকি। পাশাপাশি প্রয়োজন নিমকি বানানোর মেশিন।

স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে এই ব্যবসা শুরু করতে কেমন জায়গার প্রয়োজন? খুব একটা বেশি জায়গার প্রয়োজন নেই নিমকির ব্যবসা জন্য। তবে, ৩০০ থেকে ৫০০ স্ক্যোয়ার ফুট জায়গা লাগবে। এই জায়গাতে আপনি চাইলেই নিজের কারখানা বসাতে পারবেন। এছাড়া, সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যবসা(Unique Business Ideas)করার জন্য FSSAI রেজিস্ট্রেশন এবং ফুড লাইসেন্স ইত্যাদিও নিতে হবে।

নিমকির ব্যবসা শুরু করতে কেমন মূলধনের প্রয়োজন? এই পুরো ব্যবসা শুরু করার জন্য ২ লাখ থেকে ৬ লাখ টাকা খরচ হবে। প্রথমে শুরু করার সময় ২০ থেকে ৩০ শতাংশ লাভ দেখা যাবে। যদি আপনি ৬ লাখ টাকা খরচ করতে পারেন তাহলে লাভের মুখ আরো ভালোভাবে দেখতে পাবেন। আপনার মাসিক আয় হবে ১,৮০,০০০ টাকা।