আজকাল নানা ধরনের আধুনিক পোশাক পরলেও শাড়ি (saree) যেন মহিলাদের (Women) আলাদা পছন্দের জায়গা। উৎসবে আনন্দে বটেই, অফিস আদালতও শাড়ি পরে যান অনেকেই। এবার ঐতিহ্যবাহী সেই ভারতীয় পোশাকেই ফুটবল (Football) ময়দান কাঁপালেন মহিলারা। এই বিরল দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেণ্ড করছে।
‘গোল ইন শাড়ি’ (Goal in saree) টুর্নামেন্টের ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, শাড়ি (Saree) পরে একের পর এক শটে ঝড় তুলেছেন মহিলারা। খেলায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা সকলেই ২৫ থেকে ৫০ বয়সি মহিলা। এই ম্যাচ দেখতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি ইন্দোরে অনুষ্ঠিত হল অভিনব এক ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেরই নাম ‘গোল ইন শাড়ি’ (Goal in saree)। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার আটটি মহিলা দল এই খেলায় অংশগ্রহণ করেছে। তবে ফুটবল (football) জার্সিতে নয়, বরং কোমর বেঁধে মাঠে শাড়ি (Saree) পরে ফুটবল খেলেছেন মহিলারা (woman)। এই ম্যাচটি গোয়ালিয়র মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সিনিয়র সদস্য অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল।
আয়োজকরা জানাচ্ছেন, ‘শাড়ি পরো আর ফিট থাকো’ এই আইডিয়া থেকেই প্রতিযোগিতাটির কথা ভেবেছেন তাঁরা। আগামী মরশুমে প্রতিযোগিতাটি আরও বড় করার পরিকল্পনার জানিয়েছেন আয়োজকরা। অন্য জেলা থেকেও নাকি আসছে খেলার আবেদন। আপাতত সেদিকে তাকিয়েই পরের বার আরও বড় করে প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করছেন তাঁরা।
Goal in Saree
ग्वालियर में महिलाओं ने साड़ी वेशभूषा में फुटबॉल खेली। आयोजन को लेकर उत्साह का आलम यह था कि IAS @kishorekanyal_ ने मैच की कमेंट्री की।
जॉली एलएलबी का साड़ी इलेवन v/s बुर्का इलेवन याद आ रहा है ना! pic.twitter.com/73aTrsibow— Prabhu Pateria?? (@PrabhuPateria) March 26, 2023
অবশ্য এই প্রথম নয়। এর আগেও এমন প্রতিযোগিতা হয়েছিল মধ্যপ্রদেশে। গত ২৫ ও ২৬ মার্চ ছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় মরশুম। গোয়ালিয়র পুরসভা ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত হয়েছিল এবারের প্রতিযোগিতা। আর ভাইরাল হয়ে গিয়েছে প্রতিযোগিতার ভিডিও। শাড়ি পরে ফুটবল খেলার দৃশ্য দেখে অবাক মিডিয়াবাসী।