World Slowest Train: বিশ্বের সবচেয়ে ধীরগতির এক্সপ্রেস ট্রেন চলে এই দেশে

Prosun Kanti Das

Published on:

Advertisements

World Slowest Train: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম খরচে যাতায়াতের অন্যতম নেটওয়ার্ক হলো রেল মাধ্যম। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ পৌঁছে যান নিজেদের কাজে। তবে দেশের এমন কিছু কিছু রেলপথ রয়েছে যা অত্যন্ত ভয়ংকর এবং দুর্গম। এমনকি এই রেলপথ দুর্গম হওয়ার কারণে সেই সব জায়গায় ট্রেনও চলে ধীরগতিতে। তবে জানেন কি বিশ্বের সবথেকে ধীরগতির এক্সপ্রেস (World Slowest Train) ট্রেন কোথায় চলে? তার নামই বা কী?

Advertisements

কি ভাবছেন এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়েতেই কি বিশ্বের সবথেকে ধীরগতির ট্রেন চলে? আজ্ঞে না, ভারতের একাধিক দুর্গম রেলপথের কারণে ধীরগতিতে ট্রেন চলে, কিন্তু বিশ্বের সবথেকে ধীরগতির এক্সপ্রেস (World Slowest Train) ট্রেন চলে সুইজারল্যান্ডে। তার প্রতি ঘন্টায় গতিবেগ ২৪ মাইল। সেই এক্সপ্রেস ট্রেনের নাম হলো গ্লেসিয়ার এক্সপ্রেস।

Advertisements

সুইজারল্যান্ডের এই এক্সপ্রেস ট্রেনের গতি ধীর হওয়ার কারণ হল দুর্গম রেলপথ। মূলত আলপাইন পাহাড়ের উপর দিয়ে অতিবাহিত হয় এই ট্রেন। যেহেতু এই রেলপথ পাহাড়ের উপর তৈরি হওয়ায় এখানকার ট্রেনের গতি অত্যন্ত ধীর। এই রেলপথে যেকোনো ট্রেন অতিবাহিত হলে কমপক্ষে পার করতে হয় ২৯১ টি ব্রিজ এবং ৯১ টি সুরঙ্গ বা টানেল। যা মূলত জেরম্যাট থেকে সেন্ট মেরিজ দূরত্বেই পরে এই ব্রিজ এবং টানেলগুলি। যার কারণে সাবধানে পার হতে টাইম লেগে যায় অনেকটা।

Advertisements

তবে শুধু পাহাড় নয়, এই রেলওয়ের যাত্রা পথে পরিদর্শিত হয় নৈসর্গিক দৃশ্য। যা ধীর গতিপথের বিরক্তি কাটিয়ে দেয় যাত্রীদের। মূলত সুইজারল্যান্ডের এই রেলওয়ে পথে গ্লেসিয়ার এক্সপ্রেসের জার্নিতে সময় লাগে ৮ ঘন্টা। জার্নির সময় শুনে চোখ কপালে উঠলেও এই যাত্রাপথে ৮ ঘন্টা জার্নিতে বিরক্তি প্রকাশ করেন না কোনো যাত্রী।

আরো পড়ুন: কাশ্মীর থেকে কন্যাকুমারী, সাঁই সাঁই করে ছুটবে ট্রেন, চালু হয়ে গেল দেশের দীর্ঘতম রেল টানেলের

কারণ বিশ্বের সবথেকে এই ধীরগতির ট্রেনের (World Slowest Train) জার্নি অনেকটা হলেও এখানে মেলে খাবারের সু-বন্দোবস্ত। পাশাপাশি ট্রেন ভ্রমণে তাড়িয়ে তাড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে জার্নি করেন যাত্রীরা। কারণ এই ৮ ঘন্টা জার্নিতে সুইজারল্যান্ডের রোন হিমবাহ, সুইজারল্যান্ডের গ্র্যান্ড কেনিয়্যান নামে পরিচিত রাইন খাদ এই সমস্ত কিছু উপভোগ করতে করতে জার্নি করেন যাত্রীরা।

শুধু তাই না, এর পাশাপাশি কোথাও পাহাড়ের উপর দিয়ে কোথাও আবার বরফে ঢাকা রেলপথের ওপর দিয়ে তো আবার সবুজ ক্ষেতের উপর দিয়ে গ্লেসিয়ার এক্সপ্রেসে ভ্রমণ করেন যাত্রীরা। যার অপরূপ সৌন্দর্য ৮ ঘন্টার জার্নির বিরক্তি দূর করে দেয় যাত্রীদের। তাহলে জানা হয়ে গেল তো পৃথিবীর সবথেকে ধীর গতির ট্রেন কি এবং কোথায় চলে। আপনার কাছের মানুষদেরও জানিয়ে দিতে পারেন এই উত্তর।

Advertisements