CAA র বিরোধিতায় নয়, সমর্থনে অধ্যাপক অধ্যাপিকাদের প্রধানমন্ত্রীকে চিঠি

অমরনাথ দত্ত : দেশজুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একের পর এক বিক্ষোভ আন্দোলন চলছে, ঠিক তখনই দেশের ১১০০ অধ্যাপক অধ্যাপিকা এই আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন। এই সকল অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে বিশ্বভারতীর ৬ জন অধ্যাপক অধ্যাপিকার নামও রয়েছে।

বিশ্বভারতীর ৬ জন অধ্যাপক অধ্যাপিকার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বভারতীর রাষ্ট্রপতির প্রতিনিধি ডঃ সুশোভন ব্যানার্জি, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি ছাড়াও ১ টাকার ডাক্তার নামে সুপরিচিত, যিনি রোগীদের চিকিৎসা করার জন্য ভিজিট ফি হিসেবে নেন মাত্র ১ টাকা। এছাড়াও রয়েছেন, ডঃ দুলাল চন্দ্র ঘোষ, অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক স্বপন কুমার মন্ডল, অধ্যাপক রামেশ্বর মিশ্র, ডঃ মনমোহন মুখার্জি।

নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করে ডঃ দুলাল চন্দ্র ঘোষ জানান, “এই নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয়দের ক্ষতির জন্য তো নয়, এই আইন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত সংখ্যালঘুদের জন্য। সুতরাং এর বিরোধিতা করার তো কিছু নেই। এছাড়াও ওই সকল দেশে যারা বারংবার নিপীড়নের শিকার তাদের জন্য কেউ ভাবেনি। তারাও তো একসময় ভারতকে স্বাধীনতার জন্য নিজেদের বলিদান করেছিলেন।”