Mathematics Book WBBSE: ‘লাটে উঠেছে পড়াশোনা’! মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক বইয়ে বড় ভুল, সামনে আসতেই প্রশ্ন শিক্ষকদের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এমনিতেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলতে দেখা যায় শিক্ষক মহলের বড় অংশকে। সম্প্রতি টানা ৪৯ দিন গরমের ছুটি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠছে। আর এরই মধ্যে এবার অঙ্ক বইয়ের (Mathematics Book WBBSE) দুটি বড় ভুল সামনে এলো। আর এই দুটি বড় ভুল সামনে আসতেই কেউ বলছেন লাটে উঠেছে পড়াশোনা কেউ আবার বলছেন ছাত্র-ছাত্রীরা কি শিখবে?

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত অঙ্ক বইয়ে এমন ভুল শিক্ষক মহল থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকদের বড় অংশ মেনে নিতে পারছেন না। মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিতপ্রভা বইয়ে এমন ভুল নজরে এসেছে। যেখানে ত্রিভুজ এবং পঞ্চভুজ এই দুই ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সকল বই অনুমোদন দেওয়া হয় সেই সকল বইগুলি প্রত্যেক বছর বিভিন্ন ভাষায় ছাপানো হয়ে থাকে। যে সকল ভাষায় ছাপানো হয়ে থাকে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ভাষা হল ইংরেজি। সম্প্রতি গণিতপ্রভা বইয়ের যে ইংরেজি ভার্সন রয়েছে তাতেই এমন ভুল ধরা পড়েছে। যে সকল ভুল সেখানে রয়েছে তা অত্যন্ত লজ্জাজনক বলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া ও তার অভিভাবক দাবি করেছেন।

Advertisements

আরও পড়ুন ? Jio IPO: IPO আনছে Jio! লক্ষ্মী লাভের এত থেকে বড় সুযোগ আর হতে পারে না মনে করছেন বিশেষজ্ঞরা

অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে ইংরেজি ভার্সন রয়েছে তাতে উল্লেখ রয়েছে, ত্রিভুজের দুটি কোণ। কিন্তু তা তো সঠিক নয়। আমরা প্রত্যেকেই জানি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে। যে কারণে দুটি কোণের উল্লেখ রীতিমতো বিভ্রান্তি তৈরি করেছে। ত্রিভুজ ছাড়াও পঞ্চভুজের ক্ষেত্রেও ভুল তথ্য রয়েছে ওই বইতে। পঞ্চভুজকে ইংরেজিতে বলা হয়ে থাকে পেন্টাগন, কিন্তু ওই বইতে তা উল্লেখ রয়েছে পেটাগন।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক মহলের একাংশ জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে এই ধরনের যে সকল ভুলভ্রান্তি থাকে সেগুলি শিক্ষকরা ক্লাসে পাঠদানের সময় সংশোধন করে দেন। যদিও তাদের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে, পর্ষদের যে সিলেবাস কমিটি রয়েছে, সেই সিলেবাস কমিটির সদস্যদের এই ধরনের ঘটনায় আরও বেশি সতর্ক হতে হবে।

Advertisements