Wuppertal Schwebebahn is a wonderful discovery in Germany: পৃথিবীতে ট্রেন বা ট্রেন লাইন সম্পর্কিত অজানা, অবাক করা কাহিনীর কোন শেষ নেই। এই কাহিনী গুলোর মধ্যে অন্যতম হলো ঝুলন্ত ট্রেন (Wuppertaler Schwebebahn)। ঝুলন্ত ট্রেন নামটা শুনলেই একটু খটকা লাগে তাইনা? ট্রেন আবার ঝুলন্ত হয় নাকি? চলুন আজকের প্রতিবেদনে এমনই এক অবাক করা ঝুলন্ত ট্রেনের কাহিনী আপনাদেরকে জানাবো। ট্রেন সাধারণত মাটিতে পাতা একটি নির্দিষ্ট লাইনের উপর দিয়ে চলে। কিন্তু আপনি কি কখনো কোন ট্রেনকে লাইনের নিচ দিয়ে যেতে দেখেছেন? বা ঝুলন্ত অবস্থায় ট্রেন চলতে দেখেছেন কখনো?
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক নেট পাড়ার বাসিন্দারা। একটি ট্রেন ট্র্যাকের নিচে ঝুলন্ত অবস্থায় কিভাবে চলাচল করতে পারে? যাত্রীরা কিভাবে ট্রেন থেকে ওঠানামা করে? এই সমস্ত কিছু ভেবে বিভ্রান্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের দেশে এই ঘটনা একেবারেই অবাস্তব মনে হলেও; জার্মানিতে কিন্তু ভীষণভাবে বাস্তব। প্রতিদিন এই ঘটনার সাক্ষী থাকে জার্মানি। জার্মানিতে ট্র্যাকের নিচ দিয়ে ঝুলন্ত (Wuppertaler Schwebebahn) অবস্থায় ট্রেন চলাচলের দৃশ্য দেখা যায় প্রতিদিন। শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে প্রতি নিয়ত যাতায়াত করছেন।
রেলপথটি তৈরি হয়েছিল ২১ শতকেরও আগে। রেল পথটি মাটি থেকে প্রায় 40 ফুট উঁচুতে অবস্থিত। অর্থাৎ, ট্রেনটি মাটি থেকে প্রায় ৪০ ফুট উঁচুতে ঝুলন্ত (Wuppertaler Schwebebahn) অবস্থায় যাতায়াত করে। জার্মানির ব্যস্ততম শহর ওয়াপার্টাল (Wuppertal), এতটাই ব্যস্ত যে সেখানে রেল চলাচল তো অনেক দূরের কথা ঠিকমতো হাঁটাই সমস্যাজনক হয়ে পড়ে। আর যেহেতু এটি পাহাড়ি এলাকা, তাই মাটির নিচ দিয়েও ট্রেন চলাচল করা সম্ভব নয়।
আরও পড়ুন ? New Trains: আরও সহজে হবে যাতায়াত! এবার নতুন দুটি ট্রেন চালু করল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি
কিন্তু ট্রেন বা রেলপথ মানুষের নিত্যদিনের সঙ্গী। তাই যখন কোথাও রেলপথ স্থাপন করার জায়গা পাওয়া গেল না, তখন সে দেশের ইঞ্জিনিয়াররা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ট্র্যাকটিকেই উল্টো করে লাগিয়ে দেন। ঝুলন্ত অবস্থায় চালাতে শুরু করেন একটি গোটা ট্রেন (Hanging Train)। সব থেকে বড় কথা এই রেলপথে কিন্তু একটি, দুটি নয় একাধিক ট্রেন প্রতিদিন যাতায়াত করে এবং লক্ষাধিক মানুষ সেই ট্রেনে যাতায়াত করেন।
The @Moma released this haunting 1902 film of the Wuppertal Suspended Railway in Germany – but now it’s been colourised and upscaled to 4K and it is incredibly beautiful pic.twitter.com/pKMV3BE1Zt
— Tim Dunn (@MrTimDunn) September 3, 2020
ট্রেনগুলি প্রায় ১৩.৩ কিলোমিটার পথ অতিক্রম করে। এই পথের মধ্যে মোট কুড়িটি স্টেশন রয়েছে। প্রায় ১২৩ বছর ধরে এই ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের ট্রেনগুলির (Wuppertaler Schwebebahn) ভিডিও খুব ভাইরাল হয়ে রয়েছে। এবং খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে।