e-scooter: খেলা জমে গেল! ইলেক্ট্রিক স্কুটারে OLA কে টক্কর দিতে বাজারে এলো Yamaha

Prosun Kanti Das

Published on:

Advertisements

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ইয়ামাহা এনেছে নতুন ধরনের ইলেকট্রিক স্কুটার (e-scooter)। এই বছর লঞ্চ হয়েছে ইয়ামাহা নিও-এর (Yamaha Neo) আপডেটেড এডিশন। এই অত্যাধুনিক স্কুটার বাজারে আনে এই সংস্থাটি।প্রতিদিনকার যাতায়াত করতে এই স্কুটারটি একদম আদর্শ। ওজনের দিক থেকেও হালকা এই স্কুটার। এছাড়া পাশাপাশি এতে রয়েছে ২.০৩ kwh ব্যাটারি প্যাক যা ফুল চার্জ দিলে ৭০ কিমি রেঞ্জ দেয়।

Advertisements

হয়তো আপনার আজকে ইচ্ছা করছে চটজলদি কোনো জায়গা থেকে ঘুরে আসবেন সেক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতে পারে এই ই-স্কুটারটি (e-scooter)। তবে এই স্কুটারের সর্বোচ্চ গতি কিন্তু খুব একটা বেশি নয়। সবথেকে বেশি ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে ইয়ামাহা নিও।কি আছে এই ই-স্কুটারে? স্কুটারে রয়েছে দুটি রিমুভেবেল লিথিয়াম-আয়ন ব্যাটারি, এছাড়াও আছে ২৭ লিটার আন্ডারসিট স্টোরেজ। স্কুটারে রয়েছে দুই রকম ড্রাইভিং মোড যা হলো – STD এবং ECO। গতি কম হলেও ব্রেকিং বৈশিষ্ট্য থাকছে দারুণ।দুটি চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক আর সঙ্গে থাকছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক সাসপেনশন। বাইক রাইডারদের সুবিধার জন্য এই স্কুটারের নতুন কালার স্কিম, স্পিড, LED হেডল্যাম্প এবং LED DRL এবং LED টেলল্যাম্প যোগ করেছে ইয়ামাহা।

Advertisements

ইয়ামাহা যে তথ্য দিয়েছে সেটা অনুযায়ী, স্কুটারটি (e-scooter) ফুল চার্জ হতে কমপক্ষে সময় লাগায় 8 ঘণ্টা। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এতে বেশ কিছু স্মার্ট ফিচার্সও রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো LCD স্ক্রিন সহ ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও আছে অনেক নতুন ফিচারস যেমন ই স্ক্রিনে ব্যাটারি স্টেটাস, লোকেশন, কল, মেসেজ এলার্ট, নেভিগেশন ইত্যাদি বহু সুবিধা পাওয়া যাবে। ইয়ামাহার MyRide অ্যাপ যদি আপনি ডাউনলোড করেন তাহলে এই সমস্ত ফিচার্স ব্যবহার করা যাবে। উল্লেখ্য যে,ইয়ামাহা নিও স্কুটারটি গত বছর ভারতে আনে এই সংস্থা।আশা করা হচ্ছে, চলতি বছর অথবা আগামী সালের শুরুতেই ভারতে লঞ্চ হতে পারে ইয়ামাহা নিও।

Advertisements

সমগ্র বিশ্বে এই স্পর্টি এবং মজবুত টু হুইলার খুব জনপ্রিয়।ভারতে এই সংস্থার অনেক মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি হয়।খুব তাড়াতাড়ি আরও একটি মডেল যোগ করতে চলেছে ইয়ামাহার তালিকাতে। এই ইলেকট্রিক স্কুটার (e-scooter) লঞ্চ হওয়ার ফলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে ভারতীয় কোম্পানিগুলি।

এই সময় দেশে ওলা, টিভিএস, আথার, সিম্পেল এবং বাজাজ চেতক এই ইলেকট্রিক স্কুটারের চল অনেক বেশি।সম্প্রতি পেট্রল চালিত টু হুইলারের থেকে ব্যাটারি চালিত স্কুটারের বিক্রিও বেড়েছে দেশজুড়ে।অনেকেই নিত্য যাতায়াতের জন্য সঙ্গী করছেন ইলেকট্রিক স্কুটি।বর্তমান পরিস্থিতি অনুসারে, ইয়ামাহা নিও ভারতে বড় ছাপ ফেলতে পারে বলে মনে করছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।

Advertisements