বর্ধমানে উদ্ধার বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপ

নিজস্ব প্রতিবেদন : বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপ উদ্ধার হল পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে। এর আগে এই একই ধরনের একটি কচ্ছপ উদ্ধার হয়েছিল ওড়িশার বালাসোর থেকে। সেখানে স্থানীয় বাসিন্দারা এই বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপটিকে দেখে বনদপ্তরে খবর দেন। তারপর সেটি উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা।

আর এবার ওই একই ধরনের একটি কচ্ছপ মঙ্গলবার উদ্ধার হয় বর্ধমানের দেওয়ান দিঘি থানার অন্তর্গত দাসপুর থেকে। আর এই বিরল কচ্ছপ দেখামাত্রই এলাকায় সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল জন্মায় এবং ওই কচ্ছপটিকে দেখতে এলাকার বাসিন্দারা ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক বাসিন্দা বামদেব ভট্টাচার্য পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন। আর সেই জালে আটকে পুকুর থেকে উঠে আসে ওই কচ্ছপটি। কচ্ছপের রং সম্পূর্ণ ভিন্ন দেখে এলাকার বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন এনিমেল ওয়েলফেয়ার সোসাইটিকে। তারপর তারা ওই কচ্ছপ থেকে উদ্ধার করে নিয়ে যান। তারা জানিয়েছেন, জালে আটকে কচ্ছপটি উদ্ধার হওয়ায় শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছে। পরিচর্যা করার পর এই কচ্ছপটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

উদ্ধারকারী এনিমেল ওয়েলফেয়ার এনজিও সংস্থার সদস্যরা জানিয়েছেন, “এই কচ্ছপটি দেড় বছরের ফিমেল কচ্ছপ। এটি হলো অ্যালবিনো প্রজাতির। আসলে এমন ঘটনা অনেক সময় ঘটে থাকে শ্বেতী রোগের কারণে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে। যেমন অনেক সময় সাদা কাক লক্ষ্য করা যায়।”