You are a true genius only if you can solve the riddle and tell the girl’s name: ধাঁধামূলক প্রশ্নের সমাধান করার মধ্যে দিয়ে মানুষ নিজের বুদ্ধিকে একটু শান দিয়ে নিতে পছন্দ করেন। এটি আসলে একপ্রকার খেলা কিন্তু মানুষ এতে খুঁজে পায় বিনোদনের রসদ। এছাড়া এটি নিয়মিত অভ্যাস করলে মানুষের আইকিউ লেভেল(IQ Level) অনেকটাই বেড়ে যায়। অতীতে ধাঁধার প্রশ্নের জন্য মানুষকে অপেক্ষা করতে হতো বিভিন্ন বই এর জন্য কিংবা সংবাদ মাধ্যমের পাতার। বর্তমানে পরিস্থিতির অনেকটা বদল হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া(Social Media) -র যুগে আপনার হাতের নাগালের মধ্যেই পাবেন সবকিছু। প্রতিবেদনে এমনই এক ধাঁধার (Name Puzzle)উত্তর জানতে চাওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি মাঝেমধ্যেই দেখতে পাবেন বেশ মজাদার ধাঁধামূলক প্রশ্ন, যা খুব সহজেই ভাইরাল হয়ে যায়। মানুষকে আকর্ষণ করে এই ধরনের ধাঁধার প্রশ্নগুলি। সম্প্রতি নেট দুনিয়াতে নাম খোঁজার ধাঁধা বেশ জনপ্রিয়। আপনারা দেখবেন বেশ কিছু সংকেত এতে দেওয়া থাকে। আপনাকে শুধু সেই সংকেতগুলিকে মিলিয়ে কোনও ছেলে বা মেয়ের নাম খুঁজে বের করতে হয়। এতে আপনার আইকিউ লেভেল(IQ Level) নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি পাবে। আজকে আপনাকে খুঁজতে হবে একটি মেয়ের নাম (Name Puzzle)। সঠিক বলতে পারলেই প্রমাণ হবে আপনার বুদ্ধির তীক্ষ্ণতা।
আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবির পাশে আছে দুটি সংকেত চিহ্ন। একটি ডিম এবং একটি মটরশুঁটির ছবি, এর থেকে আপনি কি বুঝতে পারছেন? ধরে নেওয়া হচ্ছে মেয়েটির নাম কার্যত এই দুটি সংকেতের মধ্যেই লুকিয়ে আছে। যারা প্রখর বুদ্ধির অধিকারী সেইসব মানুষদের কাছে এই নামের (Name Puzzle) সমাধান করা সত্যি সোজা। জিনিয়াস ব্যক্তিরা বোধহয় আন্দাজ করে ফেলেছেন উত্তরটি কি হবে।
বহু বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন যে, আপনি যদি নির্দিষ্ট সময় ধরে নিয়মিত এইরকম ধাঁধামূলক প্রশ্ন (Name Puzzle) এর সমাধান করতে পারেন তাহলে অবশ্যই মানুষের মস্তিষ্ক আরো উন্নত এবং পরিণত হবে। নিয়মিত এর অভ্যাস মানুষের মস্তিষ্ক এর সংযোগকারী কোশগুলিকে আরো বেশি সক্রিয় করে তুলবে। বেশি চিন্তা করবেন না শুধু প্রশ্নটাকে আপনার একটু অন্যভাবে ভাবতে হবে। তাহলেই সহজেই খুঁজে পাবেন ধাঁধার সমাধান।
যারা সমাধান করতে পারেন নি নিরাশ হবেন না। ছবির এই মেয়েটির নামের বিশ্লেষণ করা হলো আর সাথে দেওয়া হলো উত্তরটি। মেয়েটির ছবির পাশে রয়েছে একটা ডিম এবং মটরশুঁটির ছবি। সবাই জানে যে মটরশুঁটির ইংরেজি হল Pea। এখন যদি ডিম এবং পি অক্ষর দুটিকে পাশাপাশি জুড়ে দেওয়া হয় তাহলে পেয়ে যাবেন তার নামের আসল অর্থ দাঁড়াচ্ছে, ডিম + পি = ডিম্পি। আপনি কি নিজের থেকে এর উত্তর বার করতে পেরেছিলেন? পারলে আপনি অবশ্যই বুদ্ধিমান তবে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যর্থ হয়েছেন। তবে চিন্তা করবেন না অভ্যাস করলে অবশ্যই আপনি একদিন সফল হবেন।