Business without Investment: পুঁজির দরকার নেই! এই ৬ ব্যবসা করেই হতে পারেন কোটিপতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

You can earn a lot by doing this business without investment:  অনেক চেষ্টা করেও এখনও কোনও কাজ পাননি। কিম্বা চাকরি করতে চান না। ব্যবসা করে স্বাধীনভাবে বাঁচতে চান? অথচ ব্যবসা করার মত টাকাও আপনার কাছে নেই। কি করবেন সে বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন? আর কোনো চিন্তা নেই, বিনিয়োগ ছাড়াও এখন আপনি ব্যবসা (Business without Investment) করে উপার্জন করতে পারবেন। রইলো তার 6 টি উপায়।

Advertisements
1. ফটোগ্রাফি

বর্তমানে যে কোন অনুষ্ঠানে বা বিশেষ কোনো মুহূর্তকে ফ্রেম বন্দী করে রাখার উদ্দেশ্যে ছবি বা ভিডিওর জন্য প্রচুর টাকা ব্যয় করা হয়। আপনি যদি ছবি তুলতে পারেন বা ভিডিওগ্রাফি সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করতেই পারেন। ব্যবসা শুরুর সময়ে প্রয়োজনীয় ক্যামেরা ভাড়া নিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন।

Advertisements
2. ব্লগিং বা কনটেন্ট ক্রিয়েটার

বর্তমানে সোশাল মিডিয়ার রমরমার যুগে ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটর একটি জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে। আপনি চাইলেই নিজের মুঠোফোনটি ব্যবহার করে নিজের ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন।

Advertisements

আরও পড়ুন ? TATA vs Ambani: এই ব্যবসায় টাটাদের রমরমা বাজার! দেখেশুনে চরম হিংসা আম্বানিদের, নিলেন নতুন পদক্ষেপ

3. ফ্রিল্যান্সিং

এখন বহু কোম্পানি কম খরচে কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করায়। আপনি নিজের ফাঁকা সময় টুকুকে কাজে লাগিয়ে ঘরে বসে কিছু অতিরিক্ত উপার্জন করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের কাজের মাধ্যমে।

4. মেরামতির কাজ

আপনি যদি বিভিন্ন ইলেকট্রনিকস জিনিস সারাই করতে পারেন তাহলে আপনি আপনার ঘরে বসে শুরু করতে পারেন এই মেরামতির কাজ।

5. অনলাইন সার্ভে

বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বা প্রোডাক্ট এর মান আরো উন্নত করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া আদায় করার চেষ্টা করেন বিভিন্ন সার্ভের মাধ্যমে। আর এই সার্ভে গুলো করার জন্য তারা বেশ কিছু লোককে নিয়োগ করেন আপনি চাইলেই কোনরকম অর্থ বিনিয়োগ না করেই এই ধরনের কাজের (Business without Investment) সাথে যুক্ত হতে পারেন।

6. একাউন্টেন্ট

বেশি কিছু নয় কম্পিউটারের সামান্য জ্ঞান এবং ট্যালি সফটওয়্যারটি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলেই আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন দোকান বা কোম্পানি নিজেদের ফার্মের ট্যাক্সেশন বা জালিয়াতি রোধ করার জন্য এ ধরনের অ্যাকাউন্টেন্টের সাহায্য নিয়ে থাকেন। আর আপনি চাইলে এটা ঘরে বসেও করতে পারেন।

Advertisements