Pension Scheme: ১০০০, ২০০০ টাকা অতীত! এবার কেন্দ্র সরকার এই প্রকল্পে প্রতি মাসে দেবে ৫০০০ টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকার ভোট অথবা দেশের রাজ্যগুলির রাজ্য সরকার, প্রত্যেকেই নাগরিকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প (Govt Scheme) চালু করে থাকে। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা তুলে দেওয়া হয় নাগরিকদের হাতে। ঠিক সেই রকমই এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি সরাসরি গ্রাহকদের হাতে নগদ টাকা দিয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই সকল প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা সহ বিভিন্ন অঙ্কের টাকা পাওয়া যায়। তবে এসবকে অতীত করে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন এক প্রকল্পের বন্দোবস্ত করা হয়েছে যার মাধ্যমে প্রতি মাসে ৫০০০ টাকা করে নিতে পারে। এই টাকা পাওয়া যাবে যখন প্রকল্পের আওতায় থাকা ব্যক্তির বয়স ৬০ বছর পার করবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে মূলত দেশের প্রবীণ নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এই প্রকল্প পেনশন যোজনা (Pension Scheme) প্রকল্পের আওতায় রয়েছে। প্রতিমাসে ৫০০০ টাকা দিতে পারে এমন প্রকল্পটি হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। তবে আপনি প্রবীণ বয়সে প্রতি মাসে কত টাকা পাবেন তা নির্ভর করছে আপনার এই প্রকল্পে বিনিয়োগের উপর।

আরও পড়ুন ? NPS Account reopen rules: বন্ধ হয়ে গেলেও চিন্তা নেই, এবার এই পদ্ধতিতে সহজেই খুলে পেনশন অ্যাকাউন্ট

১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভূক্ত করতে পারেন। তাদের বয়স যখন ৬০ বছর হবে তখন তাদের বিনিয়োগের উপর ভিত্তি করে প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি থাকা বাধ্যতামূলক। প্রকল্পে টাকা জমা করার ক্ষেত্রে প্রতিমাস, তিন মাস অন্তর অন্তর অথবা ৬ মাস অন্তর অন্তর টাকা জমা করা যেতে পারে।

যদি কোন ব্যক্তি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে চান এবং তিনি এই প্রকল্পের আওতায় ১৮ বছর বয়সে অ্যাকাউন্ট খোলেন সে ক্ষেত্রে তাকে প্রতি মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে। যদি তিনি তিন মাস অন্তর অন্তর টাকা জমা দিতে চান তাহলে দিতে হবে ৬২৬ টাকা এবং যদি তিনি ছয় মাস অন্তর অন্তর টাকা জমা দিতে চান তাহলে দিতে হবে ১২৩৯ টাকা।