জানেন কি মদ বিক্রি করতে বা তৈরি করতে এক বিশেষ ধরণের লাইসেন্সের (Liquor Shop Licence) প্রয়োজন হয়? এই বিশেষ লাইসেন্সের দরকার হয় কোনও নির্দিষ্ট স্থানে মদ বিক্রি করার জন্য। মদ বিক্রির লাইসেন্স রাজ্যের আবগারি দফতর থেকে দেওয়া হয়। বেঙ্গল এক্সসাইস অ্যাক্ট ২০১২ অনুসারে এই লাইসেন্স ছাড়া এ রাজ্যে কোনও বার, হোটেল, ক্লাব বা দোকানে মদ বিক্রি করা যাবে না। চটজলদি জেনে নিই কী ভাবে এই লাভজনক ব্যবসার লাইসেন্স পেতে পারেন।
বর্তমানে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে এবং তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এমনকি আপনি যদি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হন তাহলে পশ্চিমবঙ্গে মদের লাইসেন্সের (Liquor Shop Licence) জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ১৯৩২, কোম্পানিস অ্যাক্ট ১৯৫৬ এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপরেটিভ অ্যাক্ট ১৯৮৩-এর অধীনে তৈরি কোনও সংস্থাও মদের লাইসেন্সের জন্য আবেদন করতে পারে।
কেমন ফি লাগে বিশেষ এই লাইসেন্স (Liquor Shop Licence) পাওয়ার জন্য? এটি সম্পূর্ণ স্থানের উপর নির্ভর করে, এছাড়া রেস্টুরেন্ট বা বারে মদ বিক্রি করতে ৮০০০ টাকা থেকে ২৫০০০ টাকার মতো ফি দিতে হয়। এছাড়া প্রতি মাসে ৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা দিতে হয়। প্রাথমিক গ্রান্ট হিসাবে ৩ লাখ টাকা থেকে ৬ লাখ টাকার ফি দিতে হয়। এমনকি সিকুরিটি ডিপোজিট হিসাবে ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা দিতে হয়।
লাইসেন্স কিন্তু বিভিন্ন রকমের টেম্পোরারি লাইসেন্সের অধীনে ৬ মাস পর্যন্ত মদ বিক্রি করা যায়। আপনি কি জানেন রেস্টুরেন্ট এবং সংলগ্ন বারে মদ বিক্রি ও পান করার জন্য লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এমনকি হোটেল বা রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করার জন্য লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এছাড়া বারে মদ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয়।
আপনি যদি পরবর্তী লাইসেন্সের জন্য আবেদন করতে চান ২০ হাজার টাকা থেকে ৫০০০০ টাকা আবেদন ফি দিতে হয়। এই আবেদন ফি সম্পূর্ণ নির্ভর করে আপনার দোকান, বার বা রেস্টুরেন্টের অবস্থানের উপর। অবশ্য পঞ্চায়েত অঞ্চলে এই খরচ অনেক কম যায়। আর মিউনিসিপ্যালিটি এলাকায় এই খরচ সব থেকে বেশি হয়ে থাকে।