Judge: বিচারকদের কত বেতন? বিচারক হতে গেলে কী করতে হবে!

If you want to become a judge, you must know the details: এদেশের বিচারকরা (Judge) শুধুমাত্র মোটা বেতন পান এমনটা নয় সাথে পান হাজারো সুযোগ-সুবিধা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদে নিযুক্ত হলে পাওয়া যায় যোগ্য সম্মান। এই দেশে বিচারকের পদ সত্যিই বড়ই সম্মানীয় পেশা। দেশের প্রধানমন্ত্রীর থেকেও একজন বিচারককে বেশি সম্মান প্রদান করা হয়। পড়ুয়ারা স্কুল কলেজে পড়ার সময় অনেকেই বিচারক হওয়ার স্বপ্ন দেখে। সঠিক পদ্ধতি অবলম্বন করে এগিয়ে চললে এই কঠিন পরীক্ষায় সফল হওয়া সম্ভব। আপনি যদি ভবিষ্যতে একজন বিচারক হতে চান তাহলে অবশ্যই জেনে নিতে হবে এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে।

সাধারণত এদেশের পড়ুয়ারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করার সময় বিচারক (Judge) হওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। তাদের স্বপ্নপূরণের পথে প্রথম ও প্রধান পদক্ষেপ হল এলএলবি ডিগ্রি অর্জন করা। এরজন্য আপনাকে প্রথমেই স্নাতক স্তরে আইন নিয়ে পড়তে হবে, চাইলে একজন পড়ুয়া আইনে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারেন।

বিচারক (Judge) হতে গেলে অবশ্যই আপনাকে ভারতীয় জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এর জন্য আইন নিয়ে স্নাতক হওয়া জরুরি। এর পাশাপাশি আপনাকে সাত বছরের বেশি সময় আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করলেও সংশ্লিষ্ট পরীক্ষায় আবেদন করতে পারবেন। ভারতীয় বিচারক হতে গেলে অবশ্যই সেই প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।

যদি কোন প্রার্থী বিচারক হওয়ার স্বপ্ন দেখে তাকে অবশ্যই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরিচালিত স্টেট জুডিশিয়ারি এক্সামিনেশনে পাশ করতে হবে। প্রথমে লিখিত পরীক্ষায় পাস করলে মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রার্থীদের নির্বাচনের পর এক বছরের একটি প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপরই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত করা হয়। প্রার্থীকে কমপক্ষে তিন বছর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত থাকতে হবে। এরপরই তিনি জেলা বিচারক পদে নিযুক্ত হওয়ার জন্য যোগ্য হবেন। একইসঙ্গে সেই সকল বিচারকেরা (Judge)উচ্চ আদালতে যেমন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পদোন্নতির জন্য আবেদন করতে পারেন।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে একজন বিচারকের বেতন কত হয়? এর উত্তরে বলা যেতে পারে আদালত এবং পদ অনুযায়ী বিচারকদের বেতন ভিন্ন হয়। যেসব বিচারকেরা নিম্ন আদালতে বিচারক পদে নিযুক্ত হন তারা মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন হয়। পাশাপাশি যারা আবার, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি তাদের মাসিক ১ লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত বেতন হয়। মোটা অংকের বেতন ছাড়াও বিভিন্ন বিচারকেরা একাধিক সুযোগ সুবিধা যেমন সরকারি বাসস্থান, গাড়ি এবং চিকিৎসার সুবিধা পান।