Gold Mines in India: প্রতিদিন ভারতের খনি থেকে কত সোনা তোলা হয়, জানলে অবাক হবেন

Prosun Kanti Das

Published on:

You will be surprised to see gold treasure of India: পৃথিবীর বিভিন্ন মূল্যবান ধাতুর মধ্যে সোনা অন্যতম। সোনা পছন্দ করেনা এমন মানুষ ভূ-ভারতে নেই। জানেন সোনার খনি কোথায় আছে? এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশগুলোতে সোনা পাওয়া যায়। জানলে খুশি হবেন এর মধ্যে ভারতের নামও অন্তর্ভুক্ত আছে। চীনে সব থেকে বেশি পরিমাণ সোনা উত্তোলন করা হয়। আনুমানিক ৫ হাজার বছর পূর্বে সোনা আবিষ্কৃত হয়। শুধুমাত্র মূল্যবান হিসাবে নয় সোনা কিন্তু পৃথিবীর সব থেকে প্রাচীন ধাতুদের মধ্যেও অন্যতম। যেকোনো দেশের কাছে সোনা হলো অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। যে দেশের কাছে যত বেশি সোনা আছে সেই দেশ তত বেশি সমৃদ্ধশালী। ভারতের বিভিন্ন স্থানে সোনার খনি (Gold Mines in India) রয়েছে।

আপনারা অনেকেই হয়তো জানেন যে ভারতকে একসময় বলা হতো ‘সোনার পাখি’ (Gold Mines in India)। নামটি দেওয়ার পেছনে অবশ্যই যথাযথ কারণ ছিল। ১৭৩৯ সালে ইরানের শাসক নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেছিলেন তিনি প্রচুর পরিমাণে সোনা লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলেন। ইতিহাস সাক্ষী আছে যে, সেই দেশে তিন বছর কাউকে কর দিতে হয়নি। মুঘল সম্রাট শাহজাহান নিজের জন্য একটি সোনার সিংহাসন তৈরি করেছিলেন। যার নাম ছিল ‘তখত-ই-তাউস’।

তথ্য অনুসারে ব্রিটিশ শাসকরাও প্রচুর পরিমাণে সোনা লুণ্ঠন করেছিল ভারত থেকে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে সোনা কত পরিমাণে ছিল। ভারতের সোনার কোন অভাব ছিল না। বর্তমানে দেশের বিভিন্ন খনি থেকে প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করা হয়। জানলে সত্যিই আশ্চর্য হবেন যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্টে বলা হয়েছে, যখন থেকে এই পৃথিবীতে সোনা খনন শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ টন পর্যন্ত সোনা উত্তোলন (Gold Mines in India) করা হয়েছে।

ভারতের মধ্যে সবথেকে বেশি সোনা উৎপাদন হয় কর্নাটকে। কর্নাটকের কোলার স্বর্ণ খনি বেশ জনপ্রিয়। অন্যদিকে হুট্টি গোল্ড ফিল্ড ও উটি নামের খনি থেকে প্রচুর পরিমাণে সোনা উত্তোলিত হয়। ভারতের অন্যান্য খনিগুলোর (Gold Mines in India) মধ্যে অন্যতম হলো অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যের হিরাবুদ্দিনী এবং কেন্দ্রুকোচা খনি। সবকটি খনি থেকে প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করা হয়। তথ্য অনুসারে জানা যায় যে, ভারত প্রায় ১.৬ টন সোনার খনন করে এবং বার্ষিক সোনার ব্যবহার হলো ৭৭৪ টন। সারা বিশ্বজুড়ে তিন হাজার টন সোনা উত্তোলন করা হয়।

একটি রিপোর্টের মাধ্যমে তথ্য পেশ করা হয়েছে যে, ভারতের নারীদের কাছে প্রায় একুশ হাজার টন সোনা রয়েছে। এমনকি বিশ্বের যে পাঁচটি শীর্ষে থাকা ব্যাংক তাদের কাছেও এত সোনা নেই। একক এবং মিশ্র দুটো ভাবে সোনা এ দেশে পাওয়া যায়। যে সোনা শংকর হয় তাতে সোনার সঙ্গে রুপো বা পারদ মেশানো হয়। অন্যদিকে, ক্যালভারাইট, সিলভানাইট, প্যাটাজাইট এবং ক্রেনারিট আকরিকের আকারেও সোনা পাওয়া যায়।