মায়ের জন্মদিনে ১২ বছরের জমানো ৩৫ কেজি কয়েনে ফ্রিজ উপহার ছেলের

নিজস্ব প্রতিবেদন : পাঁচ বছর বয়স থেকে কয়েন জমানো শুরু করে ১৭ বছর বয়সে সেই জমানো কয়েন দিয়ে জন্মদিনে মাকে একটি বড়সড় রেফ্রিজেরেটর উপহার দিয়ে নজীর সৃষ্টি করলেন রাম সিং নামে এক যুবক।

১২ বছর ধরে এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকার কয়েন মিলে ৩৫ কেজি কয়েন জমিয়েছিলেন তিনি। তিনি পেয়েছিলেন জন্মদিনে মাকে একটি বড়োসড়ো ফ্রিজ উপহার দেবেন। আর যেমন ভাবনা তেমন কাজ। তবে সেই স্বপ্ন পূরণ হল ১২ বছর পর ১৭ বছর বয়সে।

যোধপুরের সাহারানপুরের বাসিন্দা ওই যুবক তার মায়ের জন্মদিনের দিনেই সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেখেন একটি স্থানীয় শোরুমে ফ্রিজের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। আর তা দেখেই সময় নষ্ট না করে ওই শোরুমের মালিককে ফোন করে কয়েন নিয়ে তিনি সোজা ছুটে যান ওই শোরুমে। আর ওই যুবক শোরুমের মালিককে ফোন করে তার ইচ্ছার কথা জানান।

৩৫ কেজি কয়েনে ফ্রিজের দাম মেটানোর আবদার ওই শোরুম মালিক মেনে নেন। কারণ সেখানে টাকার থেকে বড় গুরুত্ব হলো ছেলের ইচ্ছা। এছাড়াও পছন্দমত ফ্রিজ কিনতে ওই যুবকের কাছে থাকা টাকার থেকেও আরো দুই হাজার টাকা বেশি প্রয়োজন ছিল। ফ্রিজটির দাম ছিল প্রায় ১৫ হাজার ৫০০ টাকা। আর রাম সিংয়ের কাছে ছিল ১৩,৫০০ টাকা। কিন্তু ওই শোরুমের মালিক ওই যুবকের ইচ্ছাই অভিভূত হয়ে আরো বেশি ছাড় দেয়। যাতে করে ওই তাকাতেই ওই যুবক তার মাকে উপহার দিতে ফ্রিজটি।

রাম সিংয়ের বক্তব্য অনুসারে, তাদের বাড়ির পুরাতন ফ্রিজটি খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকেই মা বলতেন ফ্রিজ কেনার কথা। সেই কথা মনে রেখে সে কয়েন যোগাতে শুরু করে। একটি মাটির পাত্রে কয়েন জোগানোর কাজ চালাতো। যখনই ওই মাটির পাত্র ভরে যেত তখন কয়েনগুলি মায়ের হাতে তুলে দিতেন। এইভাবেই দীর্ঘ সময়ে এত টাকার কয়েন জুগিয়ে মাকে জন্মদিনে নতুন ছবির উপহার দিয়েছেন।