Voter List Verify: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল নাকি রইল, অনলাইনে দেখে নিন সহজ পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : আসন্ন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের এবং ভোট গণনার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন (Election Commission)। এবার ভোট দান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি নিয়মে কড়াকড়ি থাকবে বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যদি কারো নাম কোন কারণবশত ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তিনি নিয়ম অনুসারে কোনভাবেই ভোট দিতে পারবেন না। এমন পরিস্থিতিতে চলুন অনলাইনে দেখে নেওয়া যাক আপনার নাম রয়েছে নাকি বাদ পড়ল।

ভোটার তালিকায় (Voter List Verify) নিজের নাম রয়েছে কিনা তা জানার জন্য ইলেকশন কমিশনের তরফ থেকেই অনলাইনে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে গিয়ে ভোটাররা যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। অনলাইনে এমন তথ্য জানার জন্য ভোটারদের লগইন করতে হবে https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে।

ইলেকশন কমিশনের ওই ওয়েবসাইটে লগইন করার পর তিনটি পদ্ধতিতে নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে নাকি বাদ পড়ল তা জেনে নেওয়া যাবে। এক্ষেত্রে প্রথম যে অপশন রয়েছে সেটি হল Search by Details। দ্বিতীয় যে অপশন রয়েছে সেটি হল Search by EPIC অর্থাৎ ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে। অন্যদিকে তৃতীয় যে অপশন রয়েছে সেটি হল Search by Mobile।

প্রথম অপশন অর্থাৎ Search by Details এর মাধ্যমে যাচাই করার জন্য নিজের নাম, অভিভাবকের নাম, রাজ্য ভাষা, জন্ম তারিখ বা বয়স, লিঙ্গ, জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে সঠিকভাবে। এইসব তথ্য দেওয়ার পর ওয়েবসাইটে যে ক্যাপচা কোড রয়েছে সেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সার্চ করতে হবে।

আরও পড়ুন 👉 New System of ECI: ভোটের লাইনে কত ভিড়! এবার বাড়িতে বসেই জানতে পারবেন ভোটাররা

দ্বিতীয় অপশন অর্থাৎ Search by EPIC অপশনের মাধ্যমে নিজের নাম ভোটার তালিকায় রয়েছে নাকি বাদ পড়ল জানার জন্য ভোটার আইডি কার্ড নম্বর, ভাষা এবং রাজ্য বেছে নেওয়ার পর ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দিয়ে সার্চ করতে হবে।

তৃতীয় যে অপশনের কথা বলা হয়েছে অর্থাৎ Search by Mobile অপশনের ক্ষেত্রে ভাষা এবং মোবাইল নম্বর দেওয়ার পর ওয়েবসাইটে থাকা ক্যাপশন কোড সঠিক জায়গায় দিয়ে সার্চ করতে হবে। কিন্তু এই পদ্ধতিতে এখন সবাই ফলাফল পাবেন না। কেননা অধিকাংশ ভোটারের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই। যাদের লিঙ্ক রয়েছে তারা ফলাফল পাবেন।