মৃত্যুর আগে ইউটিউবার অমিতের শেষ ভিডিও, চোখে জল আনছে অনুরাগীদের

নিজস্ব প্রতিবেদন : একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ইউটিউবার অমিত মন্ডলের (YouTuber Amit Mandal) সব স্বপ্ন শেষ হয়ে যায় মঙ্গলবার। শুধু তার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে এমন নয়, নেমেছে সব স্বপ্ন শেষ হয়ে যায় তার বাবা-মা এবং অনুরাগীদের।

বাবা মা দুজনেই এলাকার পঞ্চায়েতের সাফাই কর্মী। ঠিকমতো নিজেদের মাথা গোঁজার ঠাঁই না থাকার পাশাপাশি শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম অমিত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিলেন ভিডিও তৈরি করে। সেখান থেকে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি উপার্জনও হচ্ছিল। সেই উপার্জন থেকে একটি স্কুটি কেনেন এবং ছোট্ট একটি বাড়ি তৈরি করার পরিকল্পনাও ছিল তার মধ্যে। কিন্তু নিমেষে সব ধুলোয় মিশে যায় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের ওই যুবকের।

দুর্ঘটনায় মৃত্যুর পর অমিতের শেষ ইউটিউব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি সেই ভিডিও চোখে জল আনছে অনুরাগীদের। অমিত মন্ডল কিছুদিন আগে গিয়েছিলেন আলিপুর মিউজিয়ামে। যেটি কিনা ছিল আসলে আলিপুর সেন্ট্রাল জেল। আলিপুর সেন্ট্রাল জেলকে স্থানান্তরিত করে তাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলের শেষ ভিডিও অমিত মন্ডল সেখানেই তৈরি করেছিলেন। যদিও সেই ভিডিওটি ঠিক কবে শ্যুট করা হয়েছিল তা জানা যায়নি। তবে সেই ভিডিওই এখন অনুরাগীদের চোখের কোনা ভেজাতে শুরু করেছে। এর পিছনে রয়েছে কারণ। কারণ অমিত মন্ডল তার শেষ ভিডিওতে তুলে ধরেছিলেন, প্রাচীন আলিপুর সেন্ট্রাল জেলের ইতিহাস, তাঁর সঙ্গে জড়িয়ে থাকা বহু স্বাধীনতা সংগ্রামীদের জীবন, তাঁদের জেলে কাটানোর সময়কালীন নানান কথা।

আর ওই ভিডিও তৈরি করার সময় অমিত মন্ডলকে জেলের ভিতর ঢুকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার ফাঁসি হবে! এখন আমি কারাগারে বন্দি।’ স্বাভাবিকভাবেই ২২ বছর বয়সী ওই ইউটিউবারের মৃত্যুর পর তার শেষ ভিডিও সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের চোখে জল আনছে, কারণ জীবনের শেষ ভিডিওতে অমিত মৃত্যুর কথা বলেছিলেন।