Zelio X-Men: দাম ৭০ হাজার, এক চার্জে ছুটবে ১০০ কিমি! লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Zelio X-Men: দীর্ঘদিন ধরে ভাবছেন নতুন ইলেকট্রিক স্কুটার কিনবেন? তাহলে আজকের প্রতিবেদনটি একেবারে উপযুক্ত। শীঘ্রই গাড়ি প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্কেটে আসতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার। তাই সুপ্ত বাসনা পূরণ হবে খুব শীঘ্রই। পরিবেশ দূষণের কারণে বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটারগুলির চাহিদা। রোজকার জীবনে যানবাহনের অন্যতম একটি মাধ্যম হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। একেবারে কম খরচে চার্জিং এর ওপর নির্ভর করেই এই বৈদ্যুতিক গাড়ি মার্কেটে লঞ্চ হয়েছে। স্কুটারটিতে রয়েছে একাধিক সব ফিচারস। গ্রাহকেরা একেবারে কম দামেই কিনে নিতে পারবেন এই বৈদ্যুতিক স্কুটারটি।

Advertisements

দেশীয় মার্কেটে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাজারের উপর লক্ষ্য রেখেই মার্কেটে আনা হচ্ছে নতুন ইলেকট্রনিক্স স্কুটার। প্রতিনিয়ত নতুন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে ব্যাটারি চালিত দুই চাকার গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। দেশীয় বাজারে লঞ্চ হয়েছে আমারও একটি বৈদ্যুতিক স্কুটার। কোন কোম্পানি লঞ্চ করল এই বৈদ্যুতিক স্কুটারটিকে? সূত্র মারফত জানা যাচ্ছে যে, Zelio –এর তরফে দেশে এটির X-Men (Zelio X-Men) ইলেকট্রিক স্কুটারের একটি আপডেটেড সংস্করণ লঞ্চ করা হয়েছে। এই নয়া বৈদ্যুতিক স্কুটারটির নাম দেওয়া হয়েছে X-Men 2.0।

Advertisements

আরো পড়ুন: রয়্যাল এনফিল্ডের গোয়ান ক্লাসিক ৩৫০, আধুনিকতার সাথে ঐতিহ্যের মজবুত মেলবন্ধন

স্কুটারটির (Zelio X-Men) ব্যাটারি নির্মাণ করা হয়েছে দুটি লিড অ্যাসিড ও দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়েন্টে। গ্রাহকেরা এই স্কুটার ক্রয় করলে অবশ্যই লাভবান হবেন। যদি দেশের মানুষ এই স্কুটারটি কেনে তাহলে বিশেষ কিছু সুবিধা লাভ করতে পারবে। বৈদ্যুতিক স্কুটারটির টপ স্পেক ভ্যারিয়েন্টটি যদি ক্রয় করতে চান তাহলে খরচ করতে হবে ৯১,৫০০ টাকা (এক্স শোরুম)। ইলেকট্রিক স্কুটারটির সমস্ত ভ্যারিয়েন্টেই একটি 60/72 V ইলেকট্রিক মোটর প্রদান করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: এমন সুযোগ আর মিলবে না! হোন্ডার স্কুটিতে ১০ হাজার টাকা ছাড়, কোথায় দিচ্ছে জানেন

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, একবার চার্জ দিলে এই স্কুটার (Zelio X-Men) চার থেকে পাঁচ ঘন্টা দুর্দান্ত সার্ভিস দেবে এবং চার্জের সময় 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। X-Men 2.0 –এর লিড অ্যাসিড ব্যাটারি ভ্যারিয়েন্টগুলিকে ফুল চার্জ করতে সময় লাগবে ৮ থেকে ১০ ঘন্টা। আবার লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়েন্টের স্কুটারগুলিকে খুব কম সময়ের মধ্যেই ফুল চার্জ করা সম্ভব। এই ই-স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ km/h। যদি সিঙ্গল চার্জ দেওয়া যায় তাহলে স্কুটারটি ১০০ কিলোমিটার পর্যন্ত পরিষেবা প্রদান করতে সক্ষম।এই বৈদ্যুতিক স্কুটারটির দুটি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেকের সুবিধা। এমনকি সামনের চাকাটিতে থাকছে অ্যালয় হুইল এবং পিছনে রয়েছে হাব মোটর। সামনের দিকে প্রদান করা হয়েছে টেলিস্কপিক ফর্ক। পিছনের দিকে রয়েছে স্প্রিং লোডেড শক অ্যাবজর্ভার। স্কুটারটির লিড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়েন্টগুলিতে কোম্পানিটির তরফে এক বছর বা ১০,০০০ কিলোমিটারের গ্যারেন্টির সুবিধাও অফার করা হচ্ছে।

স্কুটারটি আপাতত মার্কেটে পাওয়া যাচ্ছে চারটে ভ্যারিয়েন্ট, রঙগুলি হল সাদা, লাল, সবুজ এবং সিলভার। সবথেকে দুর্দান্ত ফিচারস হল অ্যান্টি থেফট অ্যালার্ম। বৈদ্যুতিক স্কুটারটি এর ফলে কোনভাবে চুরি হবে না। এতে রয়েছে সেন্ট্রাল লকিং, রিভার্স গিয়ার ও একটি পার্কিং সুইচ। পাশাপাশি পাওয়া যাবে ইউএসবি চার্জিংয়ের সুবিধাও। সর্বোপরি মিলতে চলেছে আকর্ষণীয় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আগামী প্রজন্মের কাছে এই স্কুটারটি হতে চলেছে দুর্ধর্ষ আকর্ষণীয় একটি স্কুটার।

Advertisements