IMD Weather Update South Bengal: এবার ‘জিগজ্যাগ’ ওয়েদার দক্ষিণবঙ্গে! বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত দু’দিন আগেই যেভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছিল তাতে মনে করা হচ্ছিল, এবার হয়তো শীত (Winter) বিদায় নিয়ে নিল দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে। তবে হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, এখনই হয়তো শীত বিদায় নেবে না, তবে আবার জাঁকিয়ে শীতের দেখাও মিলবে না।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, গত কয়েকদিন বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডের উপর পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও এখন পশ্চিমবঙ্গের বায়ুমন্ডলে উত্তর-পশ্চিম বাতাস ঢুকছে। এর ফলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামবে।

গত দুদিন আগের আবহাওয়া দেখে যারা মনে করছিলেন এবার হয়তো শীতবস্ত্র, লেপ, কাঁথা ঢুকিয়ে দেওয়ার সময় হয়েছে তাদের জানিয়ে রাখি, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এই কয়েকদিন তাপমাত্রার পারদ নামবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি নামতে পারে বলে অনুমান করা হচ্ছে এবং রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন 👉 Winter Update South Bengal: রেডি রাখুন লেপ-কাঁথা! শীত নিয়ে সরস্বতী পুজোর আগে মিলল বড় আপডেট

অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ২০ ডিগ্রি পার করে দিয়েছিল সেই জায়গায় তাপমাত্রা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কমে ১৬ থেকে ১৭ ডিগ্রিতে চলে আসবে। তারপর আবার তাপমাত্রা উর্ধ্বমুখী দেখা যাবে। হাওয়া অফিসের যা আপডেট তাতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জিগজ্যাগ ওয়েদার অর্থাৎ তাপমাত্রার উঠানামা লক্ষ্য করা যাবে।

আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাশ জানিয়েছেন, আপাতত রাজ্যের উপর কোন সিস্টেম নেই। সিস্টেমের উপস্থিতি না থাকার কারণে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোন বৃষ্টির পূর্বাভাস না থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রোদ ঝলমলে দিনের দেখা মিলবে। তবে শীতের পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, দিনের বেলায় সেই ভাবে শীত থাকবে না, তবে রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভব হবে। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে শীতের ভাব একটু বেশি থাকবে।