‘শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দর্শক হয় না!’ ভুল প্রমাণ করলো দুবরাজপুর

বর্তমান সময়ে এখন অনেক কিছুই বদলে গিয়েছে। আর এই অনেক কিছু বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মুখে মুখে শোনা যায়, শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে দর্শক হয় না। শুধু শোনা যায় বললে অবশ্য ভুল হবে না, কেননা অনেক ক্ষেত্রেই এমনটা লক্ষ্যও করা যায়। তবে এবার এসবকে ভুল প্রমাণিত করল দুবরাজপুর।

বীরভূমের দুবরাজপুরে রবিবার কোমল গান্ধারের আয়োজনে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার অনুষ্ঠান হয়। দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে ভবন পুরোপুরি ভাবে ভরে উঠেছিল দর্শকে।

একসময় দুবরাজপুরে বড় বড় শাস্ত্রীয় সংগীতকারদের নিয়ে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হতো। যদিও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। তবে শাস্ত্রীয় সংগীতের সুদিকগুলির কথা মাথায় রেখে পুনরায় এমন শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় রবিবার। বেশ কয়েক বছর পর এমন আয়োজন হলেও দর্শকে ভবন পরিপূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে রীতিমত খুশি আয়োজকরা।