টাকা লেনদেন থেকে আর্থিক অবস্থা, ১০টি গুরুত্বপূর্ণ ঘোষণা RBI-এর

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ আর লকডাউন, এই দুয়ের যাঁতাকলে পড়ে যেমন সাধারণ মানুষ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বিষহ অবস্থার সম্মুখীন ঠিক তেমনই তার প্রতিফলন স্বরূপ দেশের অর্থনৈতিক অবস্থাও তলানীতে। তবে অর্থনৈতিক অবস্থায় তলানীতে হলেও ধীরে ধীরে তা সবল হচ্ছে এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিপদ দাস। এর পাশাপাশি তিনি শুক্রবার RBI Monetary Policy-র একটি বৈঠকে টাকা লেনদেন থেকে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা জানালেন।

১) রেপো রেট থাকছে ৪ শতাংশ। যে কারণে এখনই ব্যাঙ্কের সুদের হারে কোনো পরিবর্তন করা হচ্ছে না।

২) রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশ। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে RBI Monetary Policy-র বৈঠকে।

৩) আগামী ডিসেম্বর মাস থেকে RTGS করা যাবে যেকোনো সময়। অর্থাৎ এই পরিষেবা চালু হচ্ছে ২৪x৭x৩৬৫ এর জন্য।

৪) ৩১শে ২০২১ পর্যন্ত MSME প্রকল্পে মাত্র ২ শতাংশ সুদে সরকারি ভাবে সাহায্য করা হবে।

৫) গ্রামীণ এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। চলতি বছর রেকর্ড পরিমাণ খাদ্য শস্য উৎপন্ন হয়েছে। পরিযায়ী শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিয়েছেন।

৬) অফিস কাছারি খোলার সাথে সাথে অনলাইন কমার্স ফের চাঙ্গা হতে শুরু করেছে।

৭) সমস্ত সেক্টরের অবস্থার উন্নতি হচ্ছে। যে কারণে অর্থনৈতিক অবস্থা আরও চাঙ্গা হতে পারে বলে মনে করা হচ্ছে।

৮) কোভিড পরিস্থিতি আটকানোর থেকেও অর্থনৈতিক বিষয়ের দিকে জোর দেওয়া হয়েছে।

৯) PMI সেপ্টেম্বর মাসে বেড়ে হয়েছে ৫৬.৯ শতাংশ। যা গত ২০১২ সালের জানুয়ারি মাসের পর সবথেকে বেশি।

১০) ২০২১ অর্থবর্ষে GDP-তে ৯.৫% মন্দা দেখা যেতে পারে।