এয়ারটেল দিচ্ছে বিনামূল্যে ১০০ জিবি গুগল ড্রাইভ স্টোরেজ! জেনে নিন অফারের পুরো বিবরণ

দিন দিন প্রিয় ছবি, ভিডিও, ফাইল এবং অন্যান্য ডিজিটাল তথ্য জমতে জমতে স্টোরেজের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বড় একটি চিন্তার বিষয়। একমাত্র উপায় হয় পুরনো ডেটা মুছে ফেলা, নয়তো বাড়তি স্টোরেজ কেনা যা বেশ খরচসাপেক্ষ। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলো ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল।

গুগলের সঙ্গে চুক্তি করে এয়ারটেল নিয়ে এসেছে একটি বিশেষ অফার, যেখানে গ্রাহকরা পাচ্ছেন গুগল ওয়ান ক্লাউড স্টোরেজে ১০০ জিবি জায়গা একেবারে বিনামূল্যে, তবে শুধুমাত্র প্রথম ছয় মাসের জন্য। এর পরে মাসিক খরচ হবে মাত্র ১২৫ টাকা। আপাতত এই সুবিধাটি শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন: মাত্র তিনটি সেটিংস চালু রাখলেই চুরি যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়া যাবে সহজে! জেনে নিন কীভাবে

এছাড়া ইউজাররা চাইলে যে কোনো সময় এই পরিষেবা বন্ধ করতে পারবেন। একইসঙ্গে, এই ১০০ জিবি স্টোরেজ আরও পাঁচজন ইউজারের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ থাকছে, ফলে মাসিক খরচটাও ভাগাভাগি করে কমানো সম্ভব। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপও রাখা যাবে এই গুগল স্টোরেজে। আর এই সুবিধা মিলবে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই।

এদিকে এয়ারটেল তাদের ৩৯৯ টাকার ব্ল্যাক প্ল্যানে বড় রদবদল এনেছে। এখন থেকে এই প্ল্যানে পাওয়া যাবে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (IPTV) পরিষেবাও। এর আগে প্ল্যানে ছিল হাই স্পিড ইন্টারনেট ও ডিটিএইচ পরিষেবা। IPTV যুক্ত হওয়ায় গ্রাহকরা এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি+ সহ ২৯টি জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপের কনটেন্ট ‘অন-ডিমান্ড’ উপভোগ করতে পারবেন। সেইসঙ্গে থাকবে ৬০০-র বেশি জনপ্রিয় টিভি চ্যানেল দেখার সুযোগ।

এই অফার নিঃসন্দেহে ডিজিটাল কনটেন্টপ্রেমীদের জন্য এক দারুণ সুযোগ।