Football: শেষ হল ৬২ তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫, ফলাফল কি দাঁড়ালো?

Football: দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ৬২ তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল বৃহস্পতিবার। সারদা ফুটবল ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ও যীশু ইলেভেন পাণ্ডবেশ্বর। বৃষ্টির মধ্যে টান টান উত্তেজনায় শেষ মুহূর্তে ১-০ গোলে জয়লাভ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি।

শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট এতটাই জনপ্রিয় যে বৃষ্টির মধ্যেও দূরদূরান্ত থেকে ফুটবলপ্রেমী মানুষ ছুটে আসেন। গত ১০ই আগস্ট আটটি ফুটবল টিমকে নিয়ে এই খেলা শুরু হয়েছিল। প্রসঙ্গত, ১৯৬৩ সালে স্বামী ভুপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের (Football) প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলার শুরু করেছিলেন।

আরও পড়ুন: দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনয় করে বিতর্কে জড়ালেন অভিনেতা সৌরভ

ফাইনাল খেলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য চিত্তরঞ্জন দাস মজুমদার, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার সরকার আইনজীবী মলয় মুখার্জী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ আরও অনেকে।