তালিকা দেখে বিকল্প রাস্তা খুঁজুন! রবিবার রাজ্যজুড়ে বাতিল ১৪টি জরুরি ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশের সাধারণ নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য রেল পরিষেবাকেই প্রথম বেছে নেন। কম খরচ এবং অনেক বেশি স্বাচ্ছন্দে যাতায়াত করার কারণেই রেল পরিষেবার গুরুত্ব এত বেশি। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল (Indian Railways) এখন গণপরিবহনের লাইফ লাইন। তবে গণপরিবহনের লাইফ লাইন হলেও রেল পরিষেবাকে সুরক্ষিত রাখার জন্য মাঝে মাঝেই রক্ষণাবেক্ষণের কাজ চালাতে হয়। আর সেই রক্ষণাবেক্ষণের কাজ চালাতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রুটের ট্রেন বাতিল করা হয়।

Advertisements

সেই রকমই আগামী ১৫ অক্টোবর অর্থাৎ রবিবার ১৪টি ট্রেন বাতিলের (Train Cancel) ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে ট্রেন বাতিল এবং অন্যান্য কিছু ট্রেন দেরী অথবা রুট পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেইমতো তালিকা দেখে বিকল্প রাস্তা খুঁজতে হবে যাত্রীদের।

Advertisements

যে ১৪টি ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে, সেই ট্রেনগুলি বাতিলের মূল কারণ হলো হাওড়া শিয়ালদা শাখায় সিগন্যাল, লাইন মেরামত এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। যে কারণেই এত ট্রেন বাতিল করা হচ্ছে। তবে রবিবার ছুটির দিন থাকার কারণে অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

বাতিল ট্রেনের তালিকা : হাওড়া থেকে বাতিল থাকছে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪। তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৬। ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৪৯। ডানকুনি থেকে বাতিল ৩২২৩০, ৩২২৩২ এবং ৩২২৩৪। শিয়ালদা থেকে বাতিল ৩২২২৯, ৩২২৩১ এবং ৩২২৩৩। আজিমগঞ্জ থেকে বাতিল ০৩০৯৬।

এর পাশাপাশি এদিনের এই রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য হাওড়া থেকে জামালপুর কবিগুরু এক্সপ্রেস ৫০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া থেকে রামপুরহাট ১২৩৪৭ শহীদ এক্সপ্রেস নিয়ন্ত্রণ করা হবে ৩০ মিনিটের জন্য। নয়া দিল্লি হাওড়া এক্সপ্রেস ১২৩০৪ ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও শিয়ালদহ শাখায় ০৩১১২ গোড্ডা শিয়ালদা মেমু স্পেশাল ৬০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে এবং শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল এবং ডানকুনি লোকালের রুট সংক্ষিপ্ত করা হবে।

Advertisements